আবারও উত্তপ্ত ব্রয়লার মুরগির বাজার

ব্রয়লার মুরগি

জুমবাংলা ডেস্ক : বাজারে আবার দাম বেড়েছে ব্রয়লার মুরগির। গেল দুইদিনে কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২২০ টাকায়। রমজান শুরুর তুলনায় কিছুটা কমেছে মাছের দাম। নিম্নমুখী দাম ইফতারির অন্য অনুসঙ্গ লেবু, শসাসহ অন্যান্য সবজির দাম।

ব্রয়লার মুরগি

বেশ কিছুদিন ধরেই মুরগির বাজার ছিলো উত্তপ্ত। প্রায় তিন শ টাকার ঘরে চলে গিয়েছিলো মধ্যবিত্তের পুষ্টির অন্যতম জোগান মুরগি। তারপরই নড়েচড়ে বসে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। কড়া তদারকিতে বাজার নেমে আসে দু’শ টাকার ঘরে। তবে গেল দু’দিন ধরে কেজিতে ২০ টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে ২২০ টাকায়। আগেই নাগালের বাইরে থাকা গরু বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। তবে সেটার দামও বাড়ার আভস দিলেন বিক্রেতারা।

রোজার দিন বাড়ার সাথে সাথে দাম কমতে শুরু করেছে মাছের। বেশিরভাগ মাছই কেজিতে কমেছে ৫০ থেকে ১০০ টাকা। তবে বিক্রেতাদের এমন যুক্তি মানতে নারাজ ক্রেতারা।

উত্তাপ কমতে শুরু করেছে সবজির বাজারে। হালিতে ২০ থেকে ৩০ টাকা কমে লেবু ২০ টাকা এবং শসার কেজিতেও কমেছে একইভাবে। বেশিরভাগ সবজির দামই কিছুটা কমেছে বলে জানান বিক্রেতারা।

নতুন করে দাম বাড়েনি মুদি বাজারের কোনো পণ্যের। আগের দামেই ১১২ টাকা কেজিতে চিনি এবং পাঁচ লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৯০০ টাকায়।

এর আগে, রমজান মাস শুরু হওয়ার দুই দিন আগে ব্রয়লার মুরগির দাম রেকর্ড পরিমাণ বেড়ে কেজিপ্রতি বিক্রি হয় ২৭০ টাকায়। আর সোনালি মুরগি বিক্রি হয় ৩৮০ টাকা কেজি। গত ২৩ মার্চ এক বৈঠকে এফবিসিসিআই সরকারকে মুরগি আমদানি উন্মুক্ত করে দেওয়ার পরামর্শ দিলে খামারিরা দাম কমানো শুরু করে।

এতে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৭০ থেকে ৮০ টাকা কমে ১৯০ থেকে ২০০ টাকায় দাঁড়ায়। একই সঙ্গে সোনালি মুরগির দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা কমে ৩৪০ টাকায় নেমে আসে।

৪০ বছরের পরিত্যক্ত জঙ্গলে ধান আর সরিষার আবাদ

এদিকে, সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়।