বিনোদন ডেস্ক : ফের হট অবতারে ধরা দিলেন বঙ্গতনয়া মৌনি রায়। কালো পোশাকে আট থেকে আশির ঘুম উড়িয়ে দিয়েছেন নায়িকা। শাঁখা-পলা-সিঁদুর অতীত। ফের হট অবতারে ধরা দিলেন বঙ্গতনয়া মৌনি রায়।

মঙ্গলবার মুম্বইয়ের রাস্তায় নয়া অবতারে ধরা দিয়েছেন মৌনি।

বলিউড অভিনেত্রী মৌনি রায় কালো টু-পিসে বেরিয়েছিলেন মুম্বইয়ের রাস্তায়। তখনই পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েন।

‘গোল্ড’ অভিনেত্রী মৌনি এ দিন খেরে গিয়েছিলেন। সেই সময়েই ছবি শিকারিদের ক্যামেরায় পোজ দেন।

ব্ল্যাক অবতারে ধরা দিয়েছেন তিনি। পরেছিলেন মিড লেন্থ স্কার্ট এবং স্প্যাগেটি টপ।

বিয়ের পরে গ্ল্যামর যেন নিত্যদিন বাড়ছে। এ দিনও গ্ল্যামারস অবতারে মৌনি রায়।

কালো পোশাকের সঙ্গে মিলিয়ে পরেছিলেন কালো স্টাইলিশ সানগ্লাস এবং ব্যালেরিনা।

একেবারে ন্যুড মেক-আপে এ দিন বঙ্গনারী মৌনিকে লাগছিল মোহময়ী।

কালো পোশাকে আট থেকে আশির ঘুম উড়িয়ে দিয়েছেন নায়িকা।

পাপারাৎজিদের ক্যামেরায় হট অবতারে মৌনি রায়।

সুপার হট অবতারে মৌনি রায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



