সিলেটে অনৈতিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেল থেকে নারীসহ ৬ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকার অতিথি হোটেলের তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পুলিশ হোটেলটি সিলগালা করে দেয়।
আটককৃতরা হলেন শ্যামল চন্দ্র দেব (৩৫), হাবিবুর রহমান (৩৫), বুরহান উদ্দিন (২২), নাছিমা বেগম (২৮), সালমা বেগম (২৭) ও জাকিয়া আক্তার সুমা (২০)।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, একইসঙ্গে অসামাজিক কার্যকলাপের দায়ে ‘অতিথি হোটেল’ সিলগালা করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, জনস্বার্থ ও সামাজিক শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে নগরীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের অসামাজিক বা অনৈতিক কার্যকলাপ বরদাশত করা হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



