এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভয় দেওল

অভিনেতা অভয় দেওল

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অভয় দেওল। ২০০৫ সালে ইমতিয়াজ আলীর হাত ধরে অভিনেতা হিসেবে বলিউডে অভিষেক ঘটে তার। তারপর বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন। ৪৬ বছর বয়েসী এই অভিনেতা ব্যক্তিগত জীবনে এখনো অবিবাহিত। জীবনের বড় অংশ কাটানোর পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

অভিনেতা অভয় দেওল

অভয় দেওলের পরবর্তী সিনেমা ‘জঙ্গল ক্রাই’। এ সিনেমার প্রচারের সময়ে বিয়ের সিদ্ধান্তের কথা জানান এই অভিনেতা। এ অভিনেতা বলেন—‘আমি বিয়ে করতে যাচ্ছি।’

গত বছরের সেপ্টেম্বরে গুঞ্জন উঠে, বেঙ্গালুরুর অভিনেত্রী শিলো শিব সুলেমনের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভয় দেওল। মূলত তার সঙ্গে তোলা কটি ঘনিষ্ঠ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন অভয়। যদিও সম্পর্কে জড়ানোর বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। তবে কার সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন অভয় দেওল তাও জানাননি।

বাজারের সেরা ক্যামেরা ফোন নিয়ে এলো ভিভো