মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘অভিনেতা’

অভিনেতা

বিনোদন ডেস্ক : গণহত্যা দিবস উপলক্ষে এনটিভিতে আজ দুপুর ১টায় প্রচার হবে মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ নাটক ‘অভিনেতা’। মাসুম শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রুনা খান, খায়রুল আলম টিপু, শিশির রহমান, দুখু সুমন, নিজাম লিটন, শুভ, মৌসুমি প্রমুখ।

অভিনেতা

গল্পে দেখা যাবে ভালো অভিনেতা হিসেবে পাভেলের পরিচিতি রয়েছে। বেশ অনেকগুলো পুরস্কারও রয়েছে। স্ত্রী এবং এক সন্তান নিয়ে একটি সুখী পরিবারের চেহারা। এক দিন সিনেমার এক পরিচালক পাভেলের বাসায় আসেন একটা পাণ্ডুলিপি নিয়ে। একটা মুক্তিযুদ্ধের গল্প। গল্পের প্রধান একটি চরিত্র একজন রাজাকার। পরিচালক পাভেলকে এই চরিত্রটি করার জন্য প্রস্তাব করেন।

আজ সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা

মুক্তিযুদ্ধের সময় পাভেলের বয়স মোটে ৬ বছর। তখনকার একটা ছোট্ট স্মৃতি পাভেলের মাথার মধ্যে এখনো গেঁথে আছে। চরিত্রটি নিজের মধ্যে ধারণ করতে শুরু হয় পাভেলের প্রস্তুতি।