বাস্তবের ঘটনা এবার পর্দায়!

বিনোদন ডেস্ক: গত ২৪শে মার্চ চিরবিদায় নিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা অভিষেক চ্যাটার্জী। তাঁর এই অকাল মৃত্যুতে তাঁর স্ত্রী সংযুক্তা চ্যাটার্জী ও মেয়ে সাইনা চ্যাটার্জী স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন। পরিবারের সদস্যদের পাশাপাশি টলিউড ইন্ডাস্ট্রির বহু তারকা বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছিলেন। অভিষেকের বাড়ির সামনে বেশ কয়েকজন তারকাকে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল। ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গেই অনেক বছর ধরে অভিষেকের সুসম্পর্ক বজায় ছিল, তাঁর বন্ধুরা এই মৃত্যু স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেননি।

বিগত কিছু বছর ধরে অভিষেক চ্যাটার্জীকে বড়ো পর্দায় দেখা না গেলেও তিনি ছোট পর্দায় অর্থাৎ ধারাবাহিকে চুটিয়ে কাজ করছিলেন। সম্প্রতি তিনি একসাথে স্টার জলসার দুই ধারাবাহিকে কাজ করছিলেন। ‘মোহর’ ও ‘খড়কুটো’ এই দুই ধারাবাহিকেই অভিষেক দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছিলেন। তাই স্বাভাবিকভাবেই অভিনেতার মৃত্যুর পর প্রশ্ন উঠেছিল সেই দুই চরিত্রে অন্য কাউকে আনা হবে কি না। ‘মোহর’ ধারাবাহিকে অভিষেক চ্যাটার্জীর মৃত্যুর পর তাঁর অভিনীত চরিত্র ‘আদি স্যার’-এর মৃত্যু হয়েছে এমন দেখানো হয়। এমন কী তড়িঘড়ি করে ধারাবাহিকটি শেষ‌ও হয়ে যায়।

এবারে ‘খড়কুটো’ ধারাবাহিকেও ঘটলো এক‌ই ঘটনা। এই ধারাবাহিকে অভিষেক মুখ্য চরিত্র ‘গুনগুন’-এর ড্যাডি ‘কৌশিক’-এর ভূমিকায় অভিনয় করছিলেন। ধারাবাহিকের গল্পে দেখানো হয় সুদূর ইতালিতে এক কনফারেন্সের জন্য গিয়েছেন ড. কৌশিক, আর সেইখানেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই খবর গুনগুনের স্বামী বাবিনের কাছে এসে পৌঁছাতে সকলেই কান্নাকাটি শুরু করে দেয়। অন্যদিকে, মা-হারা গুনগুনের জীবনে ড্যাডির গুরুত্ব অপরিসীম, তার ওপর সে এখন অন্তঃসত্ত্বা। তাই এই দুঃসংবাদ বাবিন গুনগুনকে জানাতে চায় না। এইভাবেই ধারাবাহিকের মাধ্যমে বাস্তব জীবনের কঠোর সত্য তুলে ধরা হয়েছে। এবারে দেখার অপেক্ষা পর্দায় গুনগুন কীভাবে এমন এক খবর সহ্য করতে পারে!

উল্লেখ্য, বাস্তব জীবনেও ‘গুনগুন’ চরিত্রের অভিনেত্রী তৃণা সাহার (Trina Saha) সঙ্গে অভিষেক চ্যাটার্জীর (Abhishek Chatterjee) সুসম্পর্ক ছিল। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে তৃণা ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি সেইসময় লিখেছিলেন,’কখনও ভাবিনি আমার ড্যাডি আমার নিউজ ফিডে এভাবে থাকবে….আমার মনে হয় না, আমি আর কাউকে আমার ‘ড্যাডি’ বলতে পারব। আমি তোমাকে চিরদিন মিস করব… আশা করি ওপর … ওপর থেকে এখনও তুমি হেসে বলছ “তুই আমার আরেক মেয়ে…”..’

কালো শাড়িতে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও