জুমবাংলা ডেস্ক : সোশ্যাল মিডিয়া সত্যি বড়োই অদ্ভূত। এখানে যে কতকিছু দেখা যায় তার পাত্তা নেই। আর যেগুলি দেখা যায় বেশিরভাগ সেগুলি হয় আমাদের হতবাক করে নয়তো ভয় দেখায়। তবে হাসি কিংবা মন ভালো করা বিষয়বস্তু নেহাত কম নেই। তবে সাপেদের ভিডিও এখন সবথেকে বেশি দেখতে পাওয়া যায়। তবে যে ভিডিওটি এবার ভাইরাল হয়েছে তা দেখে কার্যত অবাক সবাই।
দেখা যাচ্ছে, একটি টেবিলে দুটি পাকা হলুদ রঙের কলা রাখা আছে। হলুদ রঙের কালো ছোপ ছোপ দাগ আছে কলার শরীরে। ভাবছেন এই সাধারণ ভিডিওটি ভাইরাল হবার মতো কি আছে। নিশ্চয়ই এই পর্যন্ত তেমন কোনো ব্যাপার নেই ভাইরাল হবার মতো। কয়েক সেকেন্ড পর এক ব্যক্তি একটি কলা হাতে ওঠালে বোঝা যায় সেটি আসলে এক সাপ।
হ্যাঁ এবার শুনে নিশ্চয়ই চোখ কপালে উঠেছে আপনার। অবিকল কলার মতো দেখতে এই সাপের নাম ‘ব্যানানা বল পাইথন’। সেন্ট্রাল আফ্রিকার সাব সাহারান ইকো সিস্টেমে এই সাপ দেখতে পাওয়া যায়। পাইথন সাপের এটি একটি বিশেষ ধরণ। ভিডিওটিতে সাপটিকে বারংবার জিভ বের করতে দেখা গিয়েছে।
৬৪ বছরে অবসর নিলেন এই যৌ.নকর্মী! আমেরিকার ৪ প্রেসিডেন্টকে সন্তষ্ট করেছিলেন তিনি
এক ইনস্টাগ্রামের পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। হাজার হাজার ভিউজ ছাড়িয়ে গেছে এই ভিডিওতে। সবাই কার্যত অবাক হয়ে গেছে এই ধরণের একটি ভিডিও দেখে। আবার অনেকেই মজা করে বলেছেন অন্য কোনো রকম ফলের মতো সাপ থাকলেও দেখিয়ে দিতে। আপনি দেখুন এই আশ্চর্য করা ভিডিওটি আর কেমন লাগলো তা অবশ্যই জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।