বিনোদন ডেস্ক : প্রতিটি নাটক, ওয়েব সিরিজ, সিনেমায় ভিন্ন ভিন্ন মোশাররফ করিমের প্রতিনিয়তই দেখা মিলছে। সেই ধারাবাহিকতায় আসছে ঈদের একাধিক নাটকে বিভিন্ন চরিত্রে দেখা মিলবে তার। সেই তালিকায় রয়েছে নির্মাতা ও অভিনেতা কচি খন্দকার পরিচালিত ‘দুধভাত’ নাটকটি। এই নাটকটির মাধ্যমে দীর্ঘদিন পর আবারও নাটক নির্মাণ করলেন কচি খন্দকার।
নাটকটিতে মোশাররফ করিম স্থানীয় নেতার চরিত্রে অভিনয় করেছেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘দুধভাত ঈদের নাটক, তাই হাসি-মজার পাশাপাশি এতে সামাজিক বাস্তবতার বিষয়টিও নিখুঁতভাবে তুলে ধরেছেন নির্মাতা। দারুণ একটি গল্পে নাটকটি নির্মিত হয়েছে। এতে আমি স্থানীয় নেতা সামসুল ইসলাম চরিত্রে অভিনয় করেছি। আমার বিশ্বাস নাটকটি ঈদ আনন্দে বাড়তি মাত্রা যুক্ত করবে।’
জানা গেছে, এরইমধ্যে ধামরাইয়ে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটি গল্প প্রসঙ্গে কচি খন্দকার বলেন, ‘ছোটবেলায় খেলতে গিয়ে যে ছেলেটি বাড়তি হতো, তাকে বলা হতো দুধভাত। সে দুই পক্ষেই খেলতে পারতো।
এই দুই পক্ষে খেলতে পারার মধ্য দিয়ে আসলে নীতিভ্রষ্টতা তৈরি হয়। পরবর্তী জীবনে তার আদর্শ বলে কিছু থাকে না। এই বিষয়টিই ব্যাঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছি। মামুনুর রশীদ, মোশাররফ করীম থেকে শুরু করে সবাই গল্পটির ভীষণ প্রশংসা করেছেন।’
মোশাররফ করিম ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, হিমি হাফিজ, আফরোজা, সূচনা সিকদার প্রমুখ। নাটকটি আসছে ঈদে বাংলাভিশনে প্রচারিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।