বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: প্রতিবেশী দেশ ভারতের বাজারে আত্মপ্রকাশ করল bajaj-এর platina-110। এই বাইকে এন্টি-লক ব্রেকিং সিস্টেমের (ABS) অত্যাধুনিক সমস্ত সুবিধা রয়েছে। এছাড়াও ভারতের বাজারে প্রথম 110cc বাইক এটি। একাধিক রঙের এই বাইক পাওয়া যাচ্ছে।
যেমন রয়েছে ইবোনি ব্ল্যাক, পিউটার গ্রে, ককটেল ওয়াইন রেড এবং স্যাফায়ার ব্লু-তে লঞ্চ করা হয়েছে বাইকটি। সস্তায় বাইক এই মুহূর্তে যারা কিনবেন বলে ভাবছেন তাঁদের কাছে অবশ্যই পছন্দের হতে পারে bajaj-এর platina-110। সম্পূর্ণ ভাবে নিরাপদ এই বাইক bajaj-এর platina-110 দেশের অন্যতম সুরক্ষিত বাইক।
দুর্ঘটনার মাথায় রেখে bajaj-এর নয়া platina-110-এ আধুনিক ব্যবস্থা থাকছে। এবিএসের সঙ্গে থাকছে আরও বেশ কিছু সুবিধা। যা বাইক এবং রাইডারকে সুরক্ষিত রাখবে বলে জানাচ্ছে সংস্থা।
ইঞ্জিন এবং অন্যান্য সুবিধা bajaj-এর platina-110-এ রয়েছে 115.45 সিসি এয়ার কুল্ড ইঞ্জিন। যেটি কিনা 7000 rpm-এ 8.6 PS সর্বোচ্চ শক্তি এবং 5000 rpm-এ 9.81 Nm পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। নয়া বাইকে ডিস্ক ফ্রন্ট ব্রেক এবং ড্রম রিয়র ব্রেকের সুবিধা রয়েছে। ইঞ্জিন চার-স্পিড ট্রান্সমিশনের সঙ্গে যুক্ত। ১১ লিটারের তেলের ট্যাঙ্ক রয়েছে bajaj-এর platina-110-এ। শুধু তাই নয়, 200 মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাওয়া যায়। টপ স্পিড প্রতি ঘন্টায় ৯০ কিমি দিতে পারে এই বাইক। এটি হ্যালোজেন হেডল্যাম্প এবং এলইডি ডিআরএল দিয়ে সজ্জিত।
নতুন মডেলটি একেবারে আধুনিক লুক এবং প্রযুক্তি নির্ভর bajaj-এর platina-110 ABS গত বছরের লঞ্চ করা হয়েছিল। তবে নতুন মডেলটি একেবারে আধুনিক লুক এবং প্রযুক্তি নির্ভর। বাজাজ জানাচ্ছে, 100-100 cc কমিউটার মোটরসাইকেলে ABS-এর ব্যবহার রাস্তায় সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বিশেষ করে ছোট এবং হালকা বাইকের জন্যে খুবই প্রয়োজনীয়।
নিয়ম অনুসারে, 125 cc এর নিচের টু-হুইলারে স্ট্যান্ডার্ড হিসাবে CBS প্রয়োজন। তবে 125 cc-এর উপরে সমস্ত টু হুইলার এবিএস থাকাটা বাধ্যতামুলক। সবচেয়ে সস্তা মোটরসাইকেল ভারতের বাজারে Bajaj Platina 110 ABS-এর ভ্যারিয়েন্টের দাম পড়বে ভারতীয় মুদ্রায় মাত্র 72,২২৪ ( এক্স-শোরুম, দিল্লি) ।
উল্লেখযোগ্যভাবে, এটিতে অ্যান্টি-লক ব্রেক (ABS) সিস্টেম থাকার কারণে প্লাটিনাম বাইকটি ইতিমধ্যে নজর কেড়েছে। শুধু তাই নয়, সংস্থার তৈরি ভারতের সবচেয়ে সস্তা মোটরসাইকেলের তকমা ইতিমধ্যে পেয়েছে platina-110।
সমুদ্রপৃষ্ঠের নীচে রহস্যময় ‘হলদে ইটের রাস্তা’র সন্ধান! চিন্তায় গবেষকরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।