‘সিঁদুর’ বিতর্কে অবশেষে মুখ খুললেন অপু বিশ্বাস

অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : ঢালিউড কুইন’খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে নিয়ে একাই আছেন এই অভিনেত্রী। সম্প্রতি শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে কলকাতায় গিয়েছিলেন অপু। আর সেখানে বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মাতেন তিনি। সেই মুহূর্তের ছবি অপু আবার শেয়ার করেন তার ফেসবুকে।

অপু বিশ্বাস

এরপরই অপুর সিথিতে সিঁদুর পরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। প্রশ্ন ওঠে, সনাতন ধর্মাবলম্বী নারীরা সাধারণত বিয়ের পর স্বামীর মঙ্গল কামনায় সিঁথিতে সিঁদুর পরেন। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু একাই আছেন। তাহলে তার সিথিতে সিঁদুর পরালো কে? তাহলে কি অপু বিশ্বাস নতুন করে সংসার পেতেছেন?

ইউটিউব থেকে মাসে ২ লাখ আয়ের উপায়, যা অনেকেই জানেন না

এমন বিতর্কে অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন অপু বিশ্বাস। এক ফেসবুকবার্তায় এই চিত্রনায়িকা লিখেছেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না। সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল। আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সঙ্গে থাকুন।’