আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনে লুলা দা সিলভা বিজয়ী হওয়ার দু’দিন পর নিরবতা ভাঙ্গলেন প্রতিদ্বন্দ্বী ও সাবেক প্রেসিডেন্ট বলসোনারো। তবে আনুষ্ঠানিকভাবে এখনও হার স্বীকার করে নেননি তিনি।
গেল রোববার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে নিশ্চুপ ছিলেন ৬৭ বছর বয়সী ডানপন্থী নেতা বলসোনারো।
অবশেষে স্থানীয় সময় মঙ্গলবার বিকালে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন তিনি। মাত্র দুই মিনিটের ওই বক্তব্যে বিজয়ী লুলা দা সিলভাকে অভিনন্দন বা ফলাফল মেনে নেয়ার কথা কিছু বলেননি বলসোনারো।
তবে তার চীফ অফ স্টাফ, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে নিশ্চিত করেছেন।
এদিকে বলসোনারোর পরাজয় স্বীকার করে না নেয়ায় দু’পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়ছে। এরইমধ্যে দেশটির অন্ততঃ ১১টি রাজ্যে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বলসোনারোর সমর্থকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছুঁড়ে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।