আবু সাঈদের বাবাকে আর্মি হেলিকপ্টারে আনা হলো ঢাকা সিএমএইচে

abu saider baba

জুমবাংলা ডেস্ক : জুলাই-আগস্টের আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের বাবাকে আর্মি হেলিকপ্টার যোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) স্থানান্তর করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

abu saider baba

পোস্টে বলা হয়, শহীদ আবু সাঈদের বাবা জ্বর এবং পেটের পীড়া নিয়ে গত ৭ ডিসেম্বর রংপুর সিএমএইচে ভর্তি হন। পরে গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকাল ৩টায় তাকে হৃদযন্ত্রের উন্নত চিকিৎসার জন্য আর্মি অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ-তে স্থানান্তর করা হয়।

বাড়ি থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

সেখান থেকে উন্নততর চিকিৎসার জন্য শহীদ আবু সাঈদের বাবাকে মঙ্গলবার দিবাগত রাতেই আর্মি হেলিকপ্টার যোগে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে।