জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদের সামনে আওয়ামী লীগ সরকারের স্থাপন করা শেখ মুজিবুর রহমানের ম্যুরালের ওপর জুলাই বিপ্লবে প্রথম শহিদ আবু সাঈদের ছবি লাগিয়ে ‘বিপ্লবী চত্বর’ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী আন্দোলনের স্থানীয় ছাত্র-জনতা।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মধুপুর শাখার প্রতিনিধি সদস্য সবুজ মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া সোহানুর রহমান, গুলিবিদ্ধ সোলায়মান হোসেন, মো.মাজহারুল ইসলাম, টিএ নাঈম প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।