আবুধাবিতে বাথরুমে যে কাণ্ড ঘটালেন রাখি-সারা

রাখি-সারা

বিনোদন ডেস্ক : আবুধাবিতে আইফার অনুষ্ঠান গিয়ে তুমুল কাণ্ড ঘটালেন সারা আলি খান ও রাখি সাওয়ান্ত। বাথরুমে গিয়েছিলেন সারা, সেখান থেকে বের হতেই রাখির সঙ্গে লাগল ধাক্কা। একই রঙের, একই ধরনের পোশাকে রাখিকে দেখে চেঁচিয়ে উঠলেন তিনি।

রাখি-সারা

সারার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, রাখিকে দেখে তিনি প্রশ্ন করেন, ‘তুমিও লাল পরেছ?’ উত্তরে রাখি বলেন, ‘হ্যাঁ, কিন্তু তোমার থেকে আমাকেই বেশি সুন্দর দেখাচ্ছে। আমাকে লাল লঙ্কার মতো লাগছে’।

পাল্টা সারা বলেন, ‘আর আমাকে লাল চেরির মতো দেখাচ্ছে’। রাখি বলেন, ‘আমায় দেখতে কেকের মতো, আর তোমায় চেরির মতো।’

তখন সারা রাখির উদ্দেশ্যে বলেন, ‘বেবি তোমার কিন্তু পাপ লাগবে।’ রাখি শুনে বলেন, ‘আমার পাপ লাগবে! তো লাগুক, আমি কিন্তু তোমার গানে নাচ করব, আর নিজের ওপর ৫ কিলো ১০ কিলো পাপ লাগাব।’

এই বলেই নিজের আসন্ন ছবির গান, ‘বেবি তুঝে পাপ লাগেগা গানে নাচতে শুরু করেন সারা ও রাখি।’ কিন্তু নাচের শেষে সারাকে তুলতে গিয়েই গণ্ডগোল পাকালেন রাখি, ফেলেই দিলেন…।

১০ হাজার টাকারও কমে লঞ্চ হল নকিয়ার নতুন স্মার্টফোন, রয়েছে দুর্দান্ত ক্যামেরার সঙ্গে দারুন ফিচার

ভিকি কৌশলের সঙ্গে জুটি বেঁধে আসন্ন ছবি জারা হাটকে জারা বাঁচকের জন্যই এ কাণ্ডটি ঘটিয়েছেন সারা আলি খান। আর তাকে সঙ্গ দিয়েছেন রাখি সাওয়ান্ত। ইতোমধ্যেই নেটদুনিয়ায় ভিডিওটি ভাইরাল হয়েছে।