জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে দরদির পক্ষ থেকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মোঃ আবুল হাসান ভাইকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন দরদির কার্যনির্বাহী উপদেষ্টা মোঃ আবুল হাসান।
গত ১০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রণালয় পুনর্বণ্টনের ফলে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পান। আবুল হাসান অত্যন্ত দক্ষতার সঙ্গে তাঁর একান্ত সচিব হিসেবে কাজ করে যাচ্ছেন।
নতুন বাংলাদেশের বিনির্মাণে তাঁদের নিষ্ঠা ও পরিশ্রমে কৃতজ্ঞতা জানিয়ে দরদির সদস্যরা এই অনুষ্ঠানের আয়োজন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।