বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্ষা এলো গরমের প্রকোপ কমেনি। এখনও বেশ কিছু জায়গার আবহাওয়া উষ্ণ। গরম থেকে বাঁচার একমাত্র উপায় হল এসি। কিন্তু, এসির দাম অনেকটাই বেশি হওয়ার অনেকেরই প্রথম পছন্দ কুলার। বর্তমানে বাজারে এমন একটি কুলার রয়েছে, যা এসির মতো দেওয়ালে লাগাতে হয়, কাজও হয় কম দামে এসির মতোই। এক নজরে দেখে নেওয়া যাক এই আধুনিক কুলারের সমস্ত খুঁটিনাটি।
যে সকল গ্রাহক একটি নতুন কুলার ক্রয় করার পরিকল্পনা করছেন, তাদের জন্য সিম্ফনি কোম্পানির এই কুলার বেস্ট অপশন হতে পারে। এই সিম্ফনি ক্লাউড টি মডেলের এয়ার কুলার দেখতে একটি এয়ার কন্ডিশনারের মতো। এই কুলারটি শুধু ঠাণ্ডা করার ক্ষেত্রেই সেরা নয়, এটি বিদ্যুৎও সাশ্রয় করতে সক্ষম।
নতুন ডিজাইনের এই এয়ার কুলারটি ৯২১ মিলিমিটার লম্বা। উচ্চতা ৪১৬ মিলিমিটার। ডেপথ ৩৩৯ মিলিমিটার। এই এয়ার কুলারে একটি ১৫ লিটারের পানির ট্যাঙ্ক রয়েছে। এটি ২০ ফুট পর্যন্ত ঠাণ্ডা বাতাস পৌঁছে দিতে সক্ষম। এই কুলারটি ঘরে ফিট করার জন্য সেরা বিকল্প।
ভারতের বিক্রি হওয়ার কুলারটির দাম ১৩ হাজার ৪৯৯ রুপি। এই এয়ার কুলারে কোম্পানির পক্ষ থেকে ১ বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।
সিম্ফনি এয়ার কুলারটি পরিচালনা করার জন্য একটি রিমোট কন্ট্রোল, ট্যাঙ্ক ভরার করার জন্য ম্যাজিক ফিল অটো ওয়াটার ফিলিং মেশিন, ড্রেন পাইপ এবং কুলার ফিট করার জন্য মাউন্টিং ব্র্যাকেট দেওয়া হবে। অনায়াসে কুলারটি দেয়ালে সেট করে ঠান্ডা বাতাস পেতে পারেন। এর বিদ্যুৎ খরচও কম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।