লাইফস্টাইল ডেস্ক : তীব্র তাপপ্রবাহে এসি ব্যবহার করে বিদ্যুৎ বিল অনেকটাই বেড়ে গেছে। তবে এখন আবহাওয়া সহনীয় হওয়ায় এসি বন্ধ রাখছেন। তারপরও দেখা যাচ্ছে বিদ্যুৎ খরচ বাড়ছে, সেই সঙ্গে বিদ্যুৎ বিলও বেশি আসছে। অনেকেই বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কিছুক্ষণ এসি চালানোর পর এসি বন্ধ করেন, আবার পরে প্রয়োজন হলে চালাতে পারেন।
এসি বন্ধ রেখেও বিদ্যুৎ বিল বাড়লে যা করতে পারেন দেখে নিন-
>> রিমোট থেকে এসি বন্ধ করলেও নাকি বিদ্যুৎ খরচ হতেই থাকে। এতে অল্প সময়ের জন্য এসি চালানোর পরেও বিদ্যুতের বিল অনেক বেশি আসে।
>> বেশিরভাগ মানুষই নিজেদের বেডরুমে এসি লাগান। রাতে ঘুমানোর সময় বা প্রয়োজন মিটলেই রিমোট থেকে এসি বন্ধ করে দেন। সেই সময় প্রায় কেউই মেন সুইচ থেকে এসি বন্ধ করেন না। তাতে ইনডোর ইউনিট বন্ধ হয়ে গেলেও আউটডোর ইউনিট চলতে থাকে।
>> রিমোটের অফ বোতাম টিপলে এসি বন্ধ হয়ে যায়। তাতে বেশিরভাগ মানুষই ভাবেন এসি বন্ধ হয়ে গেছে। এক্ষেত্রে এসির ইনডোর ইউনিট বন্ধ হয়ে যায়। কিন্তু আউটডোর ইউনিট চলতে থাকে।
>> আউটডোর ইউনিট বাইরে থাকে, তাই কেউ জানতে পারেন না এসি সঠিকভাবে বন্ধ হয়নি, তা চলতেই থাকে। তাতে ক্রমাগত বিদ্যুৎ অপচয় চলতেই থাকে। এমতাবস্থায় এসি কম ব্যবহার করলেও ২৪ ঘণ্টার বিদ্যুতের বিল আসতে পারে।
>> রিমোট থেকে এসি বন্ধ করার পর সুইচ বোর্ডের মেন লাইন থেকে অবশ্যই এসি বন্ধ করা উচিত। কম্প্রেসার ক্রমাগত চালানোর ফলে এসির দ্রুত ক্ষতিও হয় এতে। এমন পরিস্থিতিতে বেশি বিদ্যুতের বিল দেওয়ার পাশাপাশি কম্প্রেসার নষ্ট হয়ে যায় অনেক তাড়াতাড়ি।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.