বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : জুন মাস চলছে, তবুও গরম থেকে স্বস্তি নেই। তাপপ্রবাহ বইছে এখনও। আর এই গরম থেকে মুক্তি পেতেই এসি ব্যবহার করা হচ্ছে। তীব্র গরমের কারণে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বেড়েছে। কিন্তু দেদার এসি বিক্রি ও তার ব্যবহারের মাঝে এসিতে বিস্ফোরণ, আগুন লাগার খবরও মিলছে।
কম্প্রেসারের সমস্যা, ভেন্টিলেশন সমস্যা এবং সার্ভিসিং সহ অনেক কারণেই এসি-তে বিস্ফোরণ বা আগুন লাগতে পারে। তবে সতর্কতা অবলম্বন করলে, এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
এয়ার কন্ডিশনারে কোনো গুরুতর সমস্যা হলে, বিপদ ঘটার আগে থেকেই কিন্তু বিপদ সঙ্কেত মিলতে থাকে। আপনি যদি সতর্ক থাকেন এবং এই সঙ্কেতগুলি সঠিক সময়ে ধরতে পারেন, তবে আপনিও বিপদ এড়াতে পারবেন।
অস্বাভাবিক শব্দ- হঠাৎ যদি আপনার এসি থেকে ঘড়ঘড়ে বা অস্বাভাবিক আওয়াজ হতে শুরু করে, তাহলে এটি বিপদ সঙ্কেত হতে পারে যে এসি-তে কোনও সমস্যা হচ্ছে। এমন শব্দ হলে সঙ্গে সঙ্গে এসি বন্ধ করে দিন। সমস্যাটি কী, তা জানতে পেশাদার এসি মেকানিক ডাকুন।
পোড়া গন্ধ- যদি আপনার এসি থেকে পোড়া গন্ধ আসে, তবে এটি তারের বা ইনসুলেশনে আগুন লাগার সঙ্কেত। এই অবস্থায় অবিলম্বে এসি বন্ধ করুন এবং মেইন পাওয়ার সুইচ থেকে এসি-র সংযোগ বিচ্ছিন্ন করে দিন। ঘরের সব জানালা-দরজা খুলে দিন, যাতে বায়ু চলাচল করতে পারে। সঙ্গে সঙ্গেই ইলেকট্রিশিয়ানকে ডাকুন।
ঘন ঘন এসি বন্ধ হয়ে যাওয়া- যদি আপনার এসি বারবার নিজে থেকেই বন্ধ হয়ে যায় এবং আবার নিজে থেকে পুনরায় চালু হয়, তবে এটি ওভারলোডিং বা বৈদ্যুতিক সমস্যা হতে পারে। এমন পরিস্থিতিতে, এয়ার কন্ডিশনারটি বন্ধ করুন এবং এটিকে মেইন সুইচ থেকে এসির সংযোগ বিচ্ছিন্ন করুন। মেকানিককে ডেকে ওভারলোডিং বা ত্রুটি পরীক্ষা করুন।
জল পড়া- যদি আপনার এসি থেকে ক্রমাগত জল বের হয় তবে এটি ড্রেনেজ পাইপে ব্লকেজ বা অন্য কোনও অভ্যন্তরীণ সমস্যার ইঙ্গিত। এক্ষেত্রেও সঙ্গে সঙ্গে এসি বন্ধ করুন। একজন মেকানিক ডেকে এসির লিক সমস্যাটি ঠিক করান।
বেশি গরম হয়ে যাওয়া- এসির আউটডোর বা ইনডোর ইউনিট থেকে যদি অতিরিক্ত তাপ বের হয়, তবে এসি বন্ধ করে দি এবং এসি ঠান্ডা হতে দিন। এসি ইউনিটের চারপাশে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা আছে, এই বিষয়টি নিশ্চিত করা খুব দরকার। ফের এসি চালালেও যদি একই সমস্যা দেখা দেয়, তবে ইলেকট্রিশিয়ানকে ডাকুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।