লাইফস্টাইল ডেস্ক : বেড়েছে গরম। এই গরমে গাড়িতে চলাচলের সময় এসি থাকলে প্রশান্তি মেলে। কিন্তু সব গাড়িতে এসি নেই। আবার জ্বালানি খরচ বাড়ার ভয়ে অনেকেই এসি চালান না। তাহলে উপায়? জানুন এসি ছাড়াই গাড়ি ঠান্ডা রাখার উপায়।
গরমের এই সময় গাড়িতে এসির ব্যবহার প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। কিন্তু এসি ব্যবহার যত বেশি করবেন গাড়ির তেলও তত বেশি পুড়বে। আর মাঝপথে এসি যদি খারাপ হয়ে যায় তাহলে তো ব্যাস। গলদঘর্ম অবস্থা হয়ে যায় চালক ও যাত্রীদের। এ সব সমস্যার মুখোমুখি হতে হবে না যদি আপনি আগেভাগে কয়েকটি বিষয় দেখে রাখেন। গরমকালে গাড়ি কীভাবে যত্নে রাখবেন তার কয়েকটি টিপস জেনে
ইঞ্জিন কুল্যান্ট বদলান
অপর্যাপ্ত কুল্যান্ট থাকলে গাড়ির ইঞ্জিন রেডিয়েটর গরম হয়ে যেতে পারে। গাড়ির বনেট থেকে বের হতে পারে ধোঁয়া। ইঞ্জিন গরম হলে গাড়ির কেবিনও উত্তপ্ত হতে শুরু করে। তাই গ্রীষ্মকালে ইঞ্জিন কুল্যান্ট চেক করুন। প্রয়োজনে সেটি বদলে নিন। বলা হয়, গাড়ির বয়স ৩ বছরের বেশি হলে কুল্যান্ট বদলানো জরুরি। এই কাজটি করার সময় কোনও লিক রয়েছে কিনা তাও যাচাই করতে ভুলবেন না।
টায়ার প্রেশার চেক করুন
দুর্ভাগ্যবশত, গাড়ির অন্যান্য বিষয়ে মানুষ যতটা যত্নশীল ঠিক ততই উদাসীন গাড়ির টায়ার নিয়ে। টায়ার প্রেশার মনিটর না করলে গাড়ির তাপমাত্রা বাড়তে পারে। সবচেয়ে জরুরি অত্যধিক তাপের ফলে ফাটতে পারে চাকা। এবড়ো খেবড়ো রাস্তার নরম রাবার ক্ষতি হতে পারে। তাই গ্রীষ্মকালে গাড়ির টায়ার মনিটরিং সিস্টেম ঠিক রাখা জরুরি।
ব্যাটারির প্রতি যত্ন
তাপমাত্রা বেশি হলে গাড়ির ভিতরে থাকা তরল দ্রুত বাষ্পীভূত হয়। যার ফলে ক্ষতি হয় ব্যাটারি। গাড়ির ব্যাটারি সঠিক হারে চার্জ হচ্ছে কিনা পরীক্ষা করুন। তাতে কোনও ময়লা জমে রয়েছে কিনা বা সমস্ত তার ঠিক রয়েছে কিনা যাচাই করুন। বর্তমানে অধিকাংশ গাড়ির ব্যাটারিতে খুব বেশি মেইনটেনেন্সের দরকার না পড়লেও অনেক পুরনো গাড়িতে এই সমস্যা হয়।
-এসি ফিল্টার পরিষ্কার করুন।
-এসি ইউনিট সুরক্ষিত রাখার জন্য কম্প্রেসার অয়েল নিয়মিত টপ আপ করা প্রয়োজন।
প্রয়োজনে দক্ষ টেকনিশিয়ানের সাহায্য নিন। গাড়িতে ভালো মানের পলিশ ব্যবহার করতে পারেন। কারণ এই ধরনের পেইন্টে সূর্যের তাপ প্রতিফলিত হয়। এতে থাকে এক ধরনের মোমের স্তর। যা গাড়িকে ঠান্ডা রাখতে সাহায্য করে। যেহেতু গরমকালে সবচেয়ে বেশি চাপ পড়ে গাড়ির এয়ার কন্ডিশনিং সিস্টেমের পুরো। তাই এই যন্ত্র অযত্নে রাখলে এক ধাক্কায় গাড়ির তাপমাত্রা বাড়তে পারে। অস্বস্তিতে পড়তে পারেন চালক ও যাত্রীরা।
ছায়া দেখে গাড়ি পার্ক
পর্যাপ্ত ছাওয়া রয়েছে বা এমন জায়গায় গাড়ি পার্ক করার চেষ্টা করুন যেখানে সূর্যের আলো সরাসরি আপনার গাড়ির উপর না পড়ে। এর পাশাপাশি গাড়ির কেবিন যাতে ঠাণ্ডা থাকে তার জন্য গাড়ির জানালাগুলোকে কিছুটা নিচে রাখুন। এর ফলে কেবিনের মধ্য দিয়ে হাওয়া যাতায়াত করতে পারবে এবং ভিতরের তাপমাত্রা স্বাভাবিক থাকবে।
জানালা খুলে রাখুন
এসি ছাড়াই গাড়িতে চড়াকালীন ঠান্ডা থাকতে চাইলে জানালা খুলে রাখুন। দেখবেন ফুরফুরে হাওয়ায় জুড়িয়ে যাবে শরীর-মন।
গরম এড়িয়ে ভ্রমণ করুন
দুপুরের তপ্ত রোদের সময় গাড়ি নিয়ে বের হবেন না। কেননা, এই সময়ে গরম থেকে রেহাই পেতে এসি চালাতেই হবে। এরচেয়ে বরং খুব ভোরে কিংবা রাতে ভ্রমণে বের হন। তাহলে এসি চালাতে হবে না।
সান রুফ খুলে রাখুন
গাড়িতে পর্যাপ্ত বাতাস প্রবেশ করানোর জন্য এসি চালানোর বদলে সান রুফ খুলে রাখতে পারেন। এতে করে গাড়িতে ঠান্ডা বাতাস ঢুকবে।
গাড়ির জন্য পোর্টেবল ফ্যান
এখন গাড়ির জন্য বিভিন্ন ধরনের পোর্টেবল ফ্যান পাওয়া যায়। যা এসির বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। এসব ফ্যান গাড়িতে ইনস্টল করে ঠান্ডা বাতাস পাওয়া যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।