এসির পানি কি খাওয়া যায়?

water

লাইফস্টাইল ডেস্ক : এসি চালালে তা থেকে পানি বের হয়। যা একটি সরু নল দিয়ে ঝরতে থাকে। অনেকের মনেই প্রশ্ন এসি থেকে নির্গত পানি কি খাওয়া যায়? কিংবা এই পানি কি অন্য কাজেও লাগানো যায়?

water

মনে রাখবেন এসি থেকে পানি পড়বেই। ওটা তার যান্ত্রিক প্রক্রিয়ারই অঙ্গ। সেই জন্যই উইন্ডো এসি হোক বা স্প্লিট এসি, আউটডোর ইউনিটের সঙ্গে পাইপ লাগানো থাকে।

তবে, বেশিরভাগ ক্ষেত্রে সেই পানি সংরক্ষণ করা যায় না। আউটডোর ইউনিটের পাইপ সাধারণত বাড়ির বাইরের দিকের দেওয়াল দিয়ে ঝোলে, ফলে দেওয়াল বেয়ে সেই পানি মাটিতেই গড়িয়ে যায়। কেউ যদি বারান্দায় আউটডোর ইউনিট লাগান, তাহলে অবশ্য অন্য কথা, এক্ষেত্রে পানি সংরক্ষণ করে রাখার সুবিধা পাওয়া যেতে পারে।

কথা হল, সুবিধা থাকলেই কি এসি থেকে বের হওয়া পানি সংরক্ষণ করা উচিত? না কি তা ব্যবহার করা উপযুক্ত হবে?

এসি থেকে বের হওয়া পানি কেউ যদি ধরে রেখে ব্যবহার করতে চান, তাহলে বলাই বাহুল্য তা পানীয় হিসেবে ব্যবহার করার প্রশ্নই উঠছে না। সে পানি ফিল্টার করে নেওয়া হলেও। কেন না, এসি থেকে বের হওয়া পানিতে নানা রকমের ধূলিকণা, রাসায়নিকের টুকরো, ব্যাকটেরিয়াও এই পানি মিশে থাকে। ফলে, তা পানের প্রশ্নই উঠছে না।

এই পানি দিয়ে গোসল করাও ঠিক না। এমনকি হাত মুখও ধোওয়া উচিত নয়। কেননা, এসি পানি শরীরে ব্যবহার করলে চর্মরোগের জন্ম দিতে পারে।

এর পরের ধাপেই প্রশ্ন ওঠে গাছে দেওয়া যাবে কি না সেই বিষয়ে। এরও উত্তর হল না দিলেই ভালো হয়। কেন না, এসি থেকে বের হওয়া পানিতে মিশে থাকা ধূলিকণা, রাসায়নিকের টুকরো, ব্যাকটেরিয়া গাছেদের পক্ষেও ভালো নয়। প্রথমে কিছু বোঝা যাবে না ঠিকই, তবে ধীরে ধীরে গাছ শুকিয়ে যাবে।