আরেক পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

dudok

জুমবাংলা ডেস্ক : কুমিল্লার ট্রাফিক পুলিশ পরিদর্শক জিয়াউল চৌধুরী টিপু ও তার স্ত্রী ফারজানা হোসেন রিয়ার বিরুদ্ধে প্রায় ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক ফজলুল হক।

এর আগে গত ২৪ মে গভীর রাতে জিয়াউল চৌধুরী টিপুর ছোট ভাই আবদুল হাসান চৌধুরী অপুকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ।

দুদকের উপ-পরিচালক ফজলুল হক জানিয়েছেন, দুদক কুমিল্লা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. ইমরান খান মামলাটি দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন- কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরী পাড়া এলাকার আব্দুল মান্নান চৌধুরীর ছেলে জিয়াউল চৌধুরী টিপু ও তার স্ত্রী ফারজানা হোসেন রিয়া। টিপু এর আগে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের সাবেক সার্জেন্টের দায়িত্ব পালন করেছিলেন।

মামলার এজাহারে বলা হয়, জিয়াউল চৌধুরী টিপু দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দাখিল করেছেন। অর্থ পাওয়ার ভুয়া হলফনামা তৈরি করে সঠিক হিসেবে ব্যবহার করেছেন। মূল হলফনামাগুলো অসৎ উদ্দেশ্যে বিনষ্ট করে দুর্নীতি দমন কমিশন আইনে অপরাধ করেছেন।

এসব তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, জিয়াউল চৌধুরী টিপু ও তার স্ত্রী ফারজানা হোসেন রিয়া ২৩ লাখ ৯২ হাজার ৮৬৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তা ভোগ দখলে রেখেছেন। এ অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছেন।

এ বিষয়ে কুমিল্লার ট্রাফিক পুলিশ পরিদর্শক জিয়াউল চৌধুরী টিপুর মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এদিকে, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বিরুদ্ধে দুদকের চলমান তদন্তের বিষয়টি দেশব্যাপী আলোচনা হচ্ছে।