বিনোদন ডেস্ক :কফি উইথ করণ-এর সাম্প্রতিক এপিসোডে আচমকাই নিজের কাজ নিয়ে বেফাঁস সত্যিটা বলেই ফেললেন করণ জোহর! ২০১২ সালে মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত ছবি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’।
এই ছবির সঙ্গেই বলিউডে আত্মপ্রকাশ করেন বরুণ-সিদ্ধার্থ এবং আলিয়া। বক্স অফিসে সাফল্য পেলেও তুমুল সমালোচনার মুখে পড়েছিল এই ছবি। সমালোচকদের বিচারে পরিচালক করণের কেরিয়ারের সবচেয়ে নিম্মমানের ছবি এটি। ছবির চিত্রনাট্যের বাঁধন ছিল একেবারেই আলগা।
‘কফি উইথ করণ’-এ চলতি সপ্তাহে অতিথি হিসাবে হাজির হয়েছেন ‘স্টুটেন্ড’ সিদ্ধার্থ মালহোত্রা এবং ভিকি কৌশল। তাঁদের সামনেই করণ জানান, ছবির শ্যুটিং শুরু করবার পর থেকেই আত্ম-সন্দেহে ভুগছিলেন তিনি। ছবির একটি দৃশ্যে জলে ভেজা অবস্থায় সম্পূর্ণ খালি গা-এ পাওয়া গিয়েছিল সিদ্ধার্থকে। সেই দৃশ্য নিয়ে কথা উঠতেই অভিনেতাকে করণ প্রশ্ন করেন, ‘এই ছবি থেকে তুমি আর কী আশা করেছিলে? ছবির চিত্রনাট্য কেমন ছিল?’ এরপর নিজেই বলেন, ‘ওই ছবিতে তো কোনও জায়গাই ছিল না অভিনয় করবার। কেউ কোনও অ্যাওয়ার্ড জেতেনি। সব অ্যাওয়ার্ড আয়ুষ্মান খুরানা ছিনিয়ে নিয়েছিল’।
ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় সিদ্ধার্থ বলেন, ‘করণ ছবির চরিত্রগুলোয় গভীরতা নিয়ে এসেছিল’। নিজের খিল্লি উড়িয়ে করণ বলেন, ‘কোন গভীরতা? কোন ছবির কথা তুমি বলছো?’
করণ জানান, ছবির শ্যুটিং শুরুর চারদিন পর থেকেই এই ছবি নিয়ে তাঁর মনে আশঙ্কার কালো মেঘ দেখা দিয়েছিল। ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর অভিষেক বর্মনকে তিনি বলেও দেন, ‘আমারা কেন এই ছবিটা তৈরি করছি? চিত্রনাট্যটা পড়েছো?’ সিদ্ধার্থ ছবির ভালো দিকগুলো তুলে ধরবার চেষ্টা করলে তাঁকে থামিয়ে করণ জানান, চিত্রনাট্যে যা লেখা ছিল তার চেয়ে অনেক আলাদা মূল ছবিটি। এরপর তিনি বলেন, ‘আমি সত্যি জানি না আমি কী করছিলাম। আমার মনে হয় আমি মদ্যপ ছিল, ছবির শ্যুটিং শুরুর পরই আমার মনে হয়েছিল এই ছবির চিত্রনাট্যটা কেন এত বাজে?’
ছবির প্রচুর জায়গায় কোনও লজিকই ছিল না, তা একবাক্যে মেনে নেন করণ। তিনি নিজেই বলেন মধ্যবিত্ত পরিবারের ছেলে হিসাবে দেখানো হয়েছিল সিদ্ধার্থকে। অথচ সারাক্ষণ গুচি আর প্রাডার জামাকাপড় পরে ঘুরত। মজা করে করণ জানান, আমার প্রোডাকশন ডিজাইনার বলেছিল, এই মেডেলগুলো কিন্তু সোনার নয়। আমি বললাম ওর দামী জামাকাপড়গুলো এল কোথা থেকে?’
শেষমেষ কী করে এই বিষয়গুলিকে জাস্টিফাই করবেন করণ? ভিকির প্রশ্নের জবাবে পরিচালক বলেন, ‘পরিচালনায় করণ জোহর, এটা দেখলেই লোকে ছবিতে আর লজিক খুঁজবে না, সেটা আমি জানতাম’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।