পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুরকে আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধ বিষয়ে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। ওই আসনের দায়িত্বে থাকা বরিশাল নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ সাব্বির মো. খালিদ এ চিঠি দেন।

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হককে পটুয়াখালী-৩ আসনে সমর্থন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় আছেন দলটির বিদ্রোহী নেতা মো. হাসান মামুন।
নুরুল হক নুরকে দেওয়া নোটিশে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় সব সময় স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন সম্পর্কে সামাজিক মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশন করে থাকেন, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ১৫(ক) এবং ১৬(গ)(ছ) লঙ্ঘন করেছেন।
এতে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৬ জানুয়ারি রাত ৮টায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পাগলা বাজার শেল্টার, চরবোরহান নির্বাচনী অফিস ভাঙচুর ও কর্মী-সমর্থকদের আহত করেছে আপনার (নুরুর) অনুসারী কর্মী-সমর্থকগণ, যা ওই বিধিমালার ৬(ক)-এর পরিপন্থি। বর্ণিত অভিযোগে কেন আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণসহ নির্বাচন কমিশন বরাবরে প্রতিবেদন প্রেরণ করা হবে না?
এ বিষয়ে নুরুল হক নুরকে ৩ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, দশমিনা, পটুয়াখালীতে সশরীরে উপস্থিত হয়ে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বক্তব্য জানতে নুরুল হক নুরকে দফায় দফায় কল দিলেও ধরেননি। দশমিনা থানার ওসি মো. হাসনাইন পারভেজের ভাষ্য, প্রার্থী নুরুল হক নুরকে কারণ দর্শানোর একটি নোটিশ পেয়েছেন। তিনিও বিষয়টি প্রার্থীকে জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


