আচরণবিধি লঙ্ঘন করায় ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার কাছে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি এ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
নোটিশে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্যান্ডেল নির্মাণ করে জনসভা করেন। সে সময় কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে রুমিন ফারহানা ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে ‘মব’ সৃষ্টি করে ভয় দেখান ও হুমকি দেন।
গত রবিবার (১৮ জানুয়ারি) সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বে থাকা সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে চিঠি দেন।
অভিযোগ করা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা প্যান্ডেল নির্মাণ করে জনসভা করার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে রুমিন ফারহানা আক্রমণাত্মকভাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বিভিন্ন ভয়-ভীতি দেখান ও হুমকি দেন। এর ফলে উত্তেজনাকর পরিস্থিতি ও ‘মব’ সৃষ্টি হয় এবং বিচারিক কার্যক্রমে বিঘ্ন ঘটে।
অভিযোগকারী এনটিভির ভিডিও নিউজের লিঙ্ক সংযুক্ত করেছেন। অভিযোগটি সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ দ্বারা সমর্থিত হয়।
রুমিন ফারহানার এমন বক্তব্য ও আচরণ সম্পূর্ণ অনভিপ্রেত। রুমিন ফারহানা জনপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন বলে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে প্রতীয়মান হয়।
আরও পড়ুন : কিছু ভুয়া খবর দেখলাম : তাহসান
কেন রুমিন ফারহানার বিরুদ্ধে আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে রুমিন ফারহানাকে ২২ জানুয়ারি বেলা ২টায় নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যর্থতায় তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ দর্শানোর নোটিশ প্রার্থীর কাছে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য সরাইল থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


