বিনোদন ডেস্ক : বলিউডে একাধিক তারকা রয়েছেন, যারা খুব ছোট বয়স থেকে অভিনয় করছেন। বড় হয়েও নিজেদের আলাদা পরিচয় গড়ে তুলেছেন।
এমন কিছু সেলিব্রিটি রয়েছেন যারা শিশু শিল্পী হিসাবে চলচ্চিত্রেও কাজ করেছেন, যদিও তাদের বেশিরভাগই তারকা কিডস ছিলেন। ববি দেওল থেকে উর্মিলা মাতন্ডকর রয়েছেন এই তালিকায়।
ববি দেওল- অভিনেতা ধর্মেন্দ্র পুত্র ববি। ১৯৭৭ সালে বাবা ধর্মেন্দ্রর ছবি ‘ধরম বীর’য়ে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন তিনি। ধর্মেন্দ্রর চরিত্র ধরম সিংয়ের শৈশব চরিত্রে অভিনয় করেছিলেন।
আমির খান- বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আজকাল ‘লাল সিং চাড্ডা’ ছবির প্রচারে ব্যস্ত। বলিউডে পরিণত বয়সে ডেবিউর আগে ১৯৭৩ সালে ‘ইয়াদো কি বারাত’ এবং ১৯৭৪ সালে ‘মাদহোশ’ ছবিতে শিশু শিল্পী হিসাবে অভিনয় করেছিলেন আমির।
কুণাল খেমু- কশন থেকে কমেডি ছবি পর্যন্ত দর্শক কুণালের অভিনয় দেখতে পেয়েছে। শিশু শিল্পী হিসাবেও একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ‘স্যার’ এবং ‘রাজা হিন্দুস্তানি’ সহ একাধিক ছবিতে শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন কুণাল খেমু।
আফতাব শিবদাসানি- অভিনেতা হিসেবে আফতাব শিবদাসানির ক্যারিয়ার বিশেষ কিছু ভালো ছিলনা। সুদর্শন চেহারার কারণে তাঁর মহিলা ফ্যান ফলোয়িং ভালো। অভিনেতা অনিল কাপুরের সুপারহিট ছবি ‘মিস্টার ইন্ডিয়া’-তে শিশুশিল্পী হিসাবে কাজ করেছিলেন আফতাব। ১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল ওই ছবি।
আলিয়া ভাট- পরিচালক মহেশ ভাটের কন্যা আলিয়া ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ চলচ্চিত্রে আত্মপ্রকাশের আগে শিশুশিল্পী হিসাবেও কাজ করেছিলেন। ৬ বছর বয়সী ছোট্ট আলিয়াকে দেখা গিয়েছে ‘সংগ্রাম’ ছবিতে।
সঞ্জয় দত্ত- সঞ্জু বাবা নামে বেশি জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। অভিনেতার বাবা সুনীল দত্ত একজন মহান শিল্পী ছিলেন। সুনীল দত্ত এবং ওয়াহিদা রেহমানের ‘রেশমা অউর শেরা’ ছবিতে শিশুশিল্পী হিসেবে কাজ করেছিলেন। ১৯৭১ সালে, ছোট্ট সঞ্জয়কে এই ছবিতে কাওয়ালি গায়ক হিসাবে দেখা গিয়েছিল।
হৃতিক রোশন- অভিনেতা-পরিচালক রাকেশ রোশন পুত্র হৃতিক রোশন। বলিউডে গ্রিক গড হিসেবে পরিচিত হৃতিক। অভিনেতা ‘কাহো না পেয়ার হ্যায়’-এর আগে ‘আপকে দিওয়ানে’ (১৯৮০), ‘আশা’ (১৯৮০), ‘আস আস’ (১৯৮১), ‘আসরা পেয়ার দা’ (১৯৮৩) এবং ‘ভগবান দাদা’ (১৯৮৬) ছবিতে কাজ করেছিলেন।
নীল নীতিন মুকেশ- বলিউড থেকে প্রায় দূরে থাকা নীল নীতিন মুকেশের সিনেমা ক্যারিয়ারও বিশেষ ছিল না। নীত নিতিন মুকেশও তার ওভার টপ লুকের কারণে বহুবার ট্রোলড হয়েছিলেন। বলিউডে আত্মপ্রকাশের আগে, ‘বিজয়’ (১৯৮৮), এবং ‘যেইসি করনি বেইসি ভরনি’ (১৯৮৯) ছবিতে কাজ করেছিলেন।
উর্মিতা মাতন্ডকর- উর্মিলা মাতন্ডকর, যাকে বলিউডের রঙ্গিলা গার্ল বলা হয়, অনেক ছবিতে তার চমৎকার অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। তিন বছর বয়স থেকেই অভিনয় জগতে প্রবেশ করেন তিনি। ১৯৮৩ সালে ‘মাসুম’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন তিনি।
বাগদান হওয়ার পর হবু স্বামীর সঙ্গে সম্পর্ক ভেঙে যায় রশ্মিকার!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।