অ্যাকশন মুডে দেখা যাবে শাকিব খানকে

শাকিব খান

বিনোদন ডেস্ক : দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান সম্প্রতি বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন। এ তালিকায় রয়েছে সানী সানোয়ারের একটি সিনেমা।

শাকিব খান

‘শের খান’ নামের নতুন এই সিনেমার নিবন্ধনও নেওয়া হয়েছে। এটি প্রযোজনা করবে কপ ক্রিয়েশন; এর সঙ্গে থাকবে এসকে ফিল্মস। যদিও সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠানটি।

নির্মাতা সানী সানোয়ার সাধারণত পুলিশি অ্যাকশন-থ্রিলার সিনেমা নির্মাণ করে থাকেন। ‘শের খান’ সিনেমাটিও পুলিশি অ্যাকশন ঘরানার। এই সিনেমায় পুরোদস্তুর অ্যাকশন মুডে দেখা যাবে শাকিব খানকে। গণমাধ্যমকে সানী সানোয়ার জানিয়েছেন, এতে পুলিশের চৌকশ একজন অফিসারের চরিত্রে অভিনয় করবেন কিং খান।

‘কোই মিল গ্যায়া’ সিনেমার সেই ছোট্ট টিনার বিয়ে

জানা গেছে, সিনেমাটিতে শাকিবকে ভিন্নভাবে উপস্থাপন করা হবে, থাকবে চমক। চলতি মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে ‘শের খান’ সিনেমার বিস্তারিত তথ্য জানাবেন এর নির্মাতা।