বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ থেকে বিভিন্ন সুবিধা নেওয়ার পাশাপাশি অনেকে এর অপব্যবহারও করে থাকেন। তবে কেউ যদি মেটা মালিকানাধীন এই প্ল্যাটফর্মের অপব্যবহার করেন, তাহলে তিনি নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারেন। কিছু কার্যকলাপে ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধও হতে পারে। ক্ষতিকর ও ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত হলে অনেক সময় সাময়িক বা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। চলুন জানা যাক যেসব কারণে আপনি হোয়াটসঅ্যাপে নিষিদ্ধ হতে পারেন।
হোয়াটসঅ্যাপের আনঅফিসিয়াল অ্যাপ ব্যবহার
হোয়াটসঅ্যাপের আনঅফিসিয়াল অ্যাপ ব্যবহার অ্যাকাউন্টের জন্য ক্ষতিকারক। এটি অ্যাকাউন্ট নিষিদ্ধও করতে পারে। আনঅফিসিয়াল হোয়াটসঅ্যাপ সংস্করণগুলো থার্ড পার্টির ডেভেলপাররা তৈরি করে। তাই গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে হোয়াটসঅ্যাপের অফিশিয়াল অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করুন।
অবৈধ কিছু পাঠানো
কেউ যদি হোয়াটসঅ্যাপে বেআইনি বা অবৈধ কিছু শেয়ার করেন এবং অন্যদের হুমকি দেন বা আপত্তিকর ছবি-ভিডিও ছড়িয়ে দেন, তাহলে সেই অ্যাকাউন্টে আর ঢুকতে পারবেন না।
স্প্যাম পাঠানো
কেউ যদি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে স্প্যাম বা অবাঞ্ছিত প্রচারমূলক বার্তা পাঠান, তাহলে সেই পরিষেবা থেকে নিষেধাজ্ঞার সম্মুখীন হবেন।
অনুমতি ছাড়া গ্রুপে যুক্ত করা
কাউকে একটি গ্রুপে যুক্ত করার আগে অনুমতি নেওয়া উচিত। কিন্তু অনেকে অনুমতি ছাড়া অন্যকে বিভিন্ন অবাঞ্ছিত গ্রুপে যুক্ত করেন। এমন কর্মকাণ্ডের জন্য হোয়াটসঅ্যাপ নিষেধাজ্ঞার কবলে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
অনেক বেশি অভিযোগ পেলে
নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো অ্যাকাউন্টের বিরুদ্ধে যদি অসংখ্য অভিযোগ বা রিপোর্ট জমা হয়, তবে সেই অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে হোয়াটসঅ্যাপ। তাই অপরিচিত কাউকে টেক্সট পাঠানো, বাল্ক মেসেজ পাঠানো ও অসমর্থিত উৎসের ভুয়া তথ্য ছড়ানো থেকে সতর্ক থাকতে হবে।
হোয়াটসঅ্যাপে স্বয়ংক্রিয় কার্যকলাপ
যত খুশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন ব্যবহারকারী। কিন্তু কেউ অটোমেশন যেমন– বাল্ক মেসেজ, অটো-মেসেজিং এবং অটো-ডায়ালিং ব্যবহার করতে পারবেন না। অ্যাকাউন্ট বা গ্রুপ তৈরি করার জন্য অটোমেশন ব্যবহার করার অনুমতিও নেই। হোয়াটসঅ্যাপ এই ধরণের আচরণ সনাক্ত করতে এআই ব্যবহার করে। আর এমনটা হলে অনেক সময় অ্যাকাউন্ট ব্যান করা হতে পারে।
ফেক নিউজ ছড়ানো
হোয়াটসঅ্যাপের শর্তাবলী ‘মিথ্যা, ভুল উপস্থাপনা বা বিভ্রান্তিকর বিবৃতি প্রকাশ করার’ সঙ্গে জড়িত কনটেন্ট নিষিদ্ধ করে। কেউ যদি এই ধরনের কন্টেন্ট তৈরি করেন, তাহলে হোয়াটসঅ্যাপ সেই অ্যাকাউন্ট ব্যান করবে। তাই হোয়াটসঅ্যাপ ব্যবহারের যে শর্ত ও নীতিমালা রয়েছে, সেগুলো মেনে চলতে হবে।
তথ্যসূত্র: নিউজ ১৮ ডট কম, মেক ইউজ অব
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।