বিনোদন ডেস্ক : গুণী অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের বিয়ের তিন দশক পূর্ণ হলো। স্ত্রীর তাজিন হালিম মনার সঙ্গে দাম্পত্যজীবনের ৩২ বছর পার করেছেন তিনি। স্ত্রী-দুই সন্তানকে নিয়ে সুখে কাটছে তার দিন। দীর্ঘ পথচলায় স্ত্রী মনা নানাভাবে জড়িয়ে আছে তার জীবনে।
অভিনয় ও অন্যান্য ব্যস্ততার কারণে সংসারে সময় দিতে পারেননি আফজাল হোসেন। সেকথা অকপটেই স্বীকার করলেন এই অভিনেতা। বললেন, ‘পূর্ণ হলো ৩২ বছর। পেয়েছি কী আর পাওয়া হয়নি কী কখনো, কোনো দিন সে হিসাব করতে বসিনি। জগতে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় প্রাপ্তি।’
৩২ বছর পূর্ণ করার এই সময়ে লেখালেখি ও ছবি আঁকা আর ভালো লাগার ব্যাপারটিও উঠে এসেছে।
আফজাল হোসেন বলেন, ‘আমার লিখতে ভালো লাগে, ভালো লাগে দুনিয়া ভুলে আঁকতে। আবার কখনো কিচ্ছু না করে ভাবনায় ডুবে সাঁতরাতে ভালো লাগে। মন চাইলে গান শুনি, পড়ি, দেখি-মন আমাকে যখন যা বলে, শুনি। মাথা খাটিয়ে, লক্ষ্য ঠিক করে কোনো কিছুতে ঝাঁপিয়ে পড়া ধরনের নই আমি।’
মানুষ হিসেবে তিনি যেমন ছিলেন এখনও তেমনই আছেন। তার জীবনে স্ত্রী কিছু চাপিয়ে দেননি। সেকথাও উঠে এল তার বক্তব্যে। বললেন, ‘ভুল বা ঠিক- যেটাই হোক, আমি মানুষটা যেমন ছিলাম, তেমনভাবেই জীবন কাটাতে পারলাম, আমাকে আমার মতো থাকতে দেওয়া হলো। এর চেয়ে বেশি কোনো চাওয়া থাকতে পারে না। আমার ইচ্ছায় সঙ্গীকে কি তার জীবন বদলাতে হয়েছে? এক শব্দে উত্তর হচ্ছে, না। আমাদের সংসারে আমার তেমন ভূমিকা নেই। তার জন্য গোপনে সে দীর্ঘশ্বাস ফেললে- ৩২ বছরে একটু হলেও টের পেতাম। আমরা ভালো আছি। সে জানে, সবকিছুই তার আমি ছায়ার মতো, সংসারে এক সন্ন্যাসী। এমন জীবন উপভোগে প্ররোচনা দেওয়ার জন্য সঙ্গীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সেলিম আল দীনের লেখা একটা সংলাপ, “বেঁচে থাকাটা বড় কথা নয়, কীভাবে বেঁচে আছি, সেটাই বড়।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।