বিনোদন ডেস্ক : হলিউড সিনেমা ‘দ্য বডিগার্ড’খ্যাত অভিনেতা বিল কবস মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে মঙ্গলবার ৯০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বার্ধক্যজনিত কারণেই স্বাভাবিক মৃত্যু হয়েছে বিল কবসের। সামাজিক যোগযোগমাধ্যম অভিনেতার মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন তার পরিবারের এক সদস্য।
কবসের দীর্ঘদিনের প্রতিনিধি সুসান জাচারি এক বিবৃতিতে বলেন, ‘তিনি (বিল) অনুগত এবং প্রিয় ছিলেন… একজন অনুপ্রেরণাদায়ক অভিনেতা, পরিচালক ও মানুষ। যারা তাকে চিনতেন তারা সবাই তাকে খুব মিস করবেন।’
ক্যারিয়ারে প্রায় ২০০টি চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করেছেন বিল কবস। ‘দ্য হাডসাকার প্রক্সি’, ‘দ্য বডিগার্ড’ ও ‘নাইট অ্যাট দ্য মিউজিয়াম’র মতো একাধিক সুপারহিট চলচ্চিত্রের জন্য চিরস্মরণীয় তিনি।
১৯৭৪ সালে ‘দ্য টেকিং অব পেলহাম ওয়ান টু থ্রি’তে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেছিলেন বিল কবস।
তাকে ‘এয়ার বাড’ (১৯৯৭) তে প্রশিক্ষক, ‘নাইট অ্যাট দ্য মিউজিয়াম’ (২০০৬) সিনেমায় সিকিউরিটি গার্ড এবং ‘দ্য গ্রেগরি হাইন্স শো’তে বাবার ভূমিকাতেও দেখা গিয়েছিল। বিল তার ক্যারিয়ারে একাধিক স্মরণীয় চরিত্রের জন্য পরিচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।