সাপের গালে চুমু খাচ্ছেন অভিনেতা দিব্যজ্যোতি!

বিনোদন ডেস্ক : কখনো গলায় জড়িয়ে নিচ্ছেন, কখনো ফিসফিস করে কথা বলছেন তার সঙ্গে। নিজের শরীরে জড়িয়ে ভালবাসার উত্তাপে ভরিয়ে দিচ্ছেন। সাপের গালে চুমু খেয়ে আপাতত চর্চায় দিব্যজ্যোতি দত্ত!

দিব্যজ্যোতি

সৃজিত মুখোপাধ্যায়ের পথেই কি হাঁটছেন ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র ‘সূর্য’? এমন প্রশ্নে পাল্টা রসিকতা অভিনেতার। দিব্যজ্যোতির প্রশ্ন, “এ বার নির্ঘাত জানতে চাইবেন, ব্যাঙের গালে কখন চুমু খাব?”

টানা শুটিং করতে করতে একটু অবসর নিতে থাইল্যান্ড গিয়েছেন তিনি। মা-বাবা, বোন আসতে পারেননি। সেখানেই তিনি সাপের সঙ্গে সময় কাটিয়েছেন। তার দাবি, “সৃজিতদার মতো কি না জানি না, ছোট থেকে আমার সাপ খুব পছন্দ। একবার কিনব বলে এক বিশেষ প্রজাতির সাপ পছন্দও করে ফেলেছিলাম। মায়ের বকুনি খেয়ে শেষে আর ওই পথে হাঁটিনি।”

বলিউডে নায়িকা হিসেবে অভিষেক করছেন গায়িকা অন্বেষা

থাইল্যান্ডে দিব্যজ্যোতির গলায় যে সাপটিকে দেখা যাচ্ছে সেটি জাতে কর্ন স্নেক। ত্রিশ কেজি ওজন। দিব্যজ্যোতি বলেছেন, “কী শান্ত! খুবই ভাল। আদর করলে সাড়া দেয়। এমন প্রাণীকে কেন যে সবাই ভয় পায় কে জানে!”