বিনোদন ডেস্ক : সংসদ সদস্য হওয়ার সুখ বেশিদিন স্থায়ী হলো না চলচ্চিত্র অভিনেতা ফেরদৌসের। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন তিনি।
তবে পাঁচ মাসের মাথায় হারাতে হলো সংসদ সদস্য পদ। ছাত্র-জনতার এক দফা দাবির জেরে আগস্টের ৫ তারিখ শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। সেই সঙ্গে সরকারের অনেক মন্ত্রী-এমপিও দেশ ছাড়েন। একদিন পরেই ভেঙে দেওয়া হয় সংসদ।
এরপরই প্রশ্ন ওঠে চিত্রনায়ক ফেরদৌসের অবস্থান নিয়ে। এই তারকা কি দেশ ছেড়েছেন, নাকি দেশেই কোথাও গা-ঢাকা দিয়েছেন?
সূত্রমতে, আগস্টের ৩ তারিখ পর্যন্ত ঢাকাতেই অবস্থান করছিলেন ফেরদৌস। এর দুই দিন আগেও বিটিভিতে হাজির হয়ে টেলিভিশন চ্যানেলটির ওপর হামলা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। কিন্তু হাসিনার পতনের পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানা গেছে, গোয়েন্দা সংস্থা থেকে কিছু রাজনীতিবিদ, মিডিয়া ব্যক্তিত্বসহ বেশ কয়েকজনের তালিকা চেক-ইন এবং ইমিগ্রেশন কাউন্টারে দেয়া রয়েছে। পাশাপাশি প্লেনে যাত্রী ওঠা ও ফ্লাইট উড্ডয়নের ক্ষেত্রেও আইনশৃঙ্খলা বাহিনীর চূড়ান্ত ক্লিয়ারেন্স নিতে হয়। সুতরাং ধারণা করা হচ্ছে, ফেরদৌস দেশের মধ্যে কোথাও গা ঢাকা দিয়ে আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।