Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home মনু মিয়াকে দেখতে যাবেন অভিনেতা খায়রুল বাসার
    বিনোদন

    মনু মিয়াকে দেখতে যাবেন অভিনেতা খায়রুল বাসার

    Saiful IslamMay 20, 20254 Mins Read
    Advertisement

    বিনোদন ডেস্ক : হাসপাতালে শয্যাশায়ী কবর খোদক মনু মিয়ার ঘোড়া হত্যার ঘটনাটিতে হতবাক নেটিজেনরা। অনেকে প্রকাশ করেছেন শোক। বিষয়টি নাড়িয়ে দেয় অভিনেতা খায়রুল বাসারকেও।


    মনু মিয়াকে দেখতে যাবেন অভিনেতা খায়রুল বাসার

    হাসপাতালে শয্যাশায়ী কবর খোদক মনু মিয়ার ঘোড়া হত্যার ঘটনাটিতে হতবাক নেটিজেনরা। অনেকে প্রকাশ করেছেন শোক। বিষয়টি নাড়িয়ে দেয় অভিনেতা খায়রুল বাসারকেও।

    মনু মিয়াকে ঘোড়া কিনে দেবেন জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন। ওই পোস্টে মনু মিয়ার সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করে যোগাযোগ করিয়ে দিতে নেটিজেনদের সহযোগিতা কামনা করেন। অতঃপর কবর খোদক মনু মিয়ার সঙ্গে কথা খায়রুল বাসারের।

       

    এরপর নিজের ফেসবুকে বিষয়টি জানিয়ে খায়রুল বাসার মনু মিয়ার সঙ্গে নিজের ফোনালাপের কিছু অংশ তুলে ধরেন। যে কথোপকথন হুবহু তুলে দেওয়া হলো।

    ‘‘নাই বেডার নাই, আছে বেডারই যায়
    হেলো… কেডা?
    – আপনি মনু মিয়ার কে হন?
    আরে ফাগল আমিই তো মনু মিয়া!
    ওনার কণ্ঠ ওনার বয়স অনুপাতে অনেক শক্ত। ওনার পুরনো শরীরের বিপরীতে ও নার মন আর কণ্ঠ অনেক বেশি দৃঢ় মনে হলো।
    ওনাকে জিজ্ঞেস করলাম
    – কাকা কেমন আছেন?
    – আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক বালা রাকছে। তুমি কেডা? বাড়ি কই?
    – কাকা আমার বাড়ি কিশোরগঞ্জ।
    কাকা বললেন, তাইলে তো তুমি আমার বাড়ির কাছই।
    তারপর অনেক কথা শেষে বললাম – কাকা মন খারাপ কইরেন না, সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করে দিবেন।আপনাকে সুন্দর একটা ঘোড়া দিবো আমরা।
    ধুরু…. তুমি আছো মন কারাফ লইয়া আর গুরা লইয়া! হুনো, নাই বেডার নাই , আছে বেডারই যায়। তোমার সাথে কথা কইয়া বালা লাগছে তুমি আইয়ো।
    – আসতেছি…’’

    এ প্রসঙ্গে খায়রুল বাসার বলেন, ‘সামাজিক মাধ্যমে লেখার পর সাংবাদিক ভাইদের অনেকে আমাকে মনু মিয়ার ফোন নাম্বার দিয়ে সহায়তা করেছেন। আমি ফোন করেছিলাম। প্রথমে চাচি (মনু মিয়ার স্ত্রী) কল ধরেছিলেন। পরে তিনি চাচাকে (মনু মিয়া) দেন। এরপর তার সঙ্গে কথা হয়। কথা বলে জানতে পারলাম ওনার সঙ্গে এরকম আগে থেকেই হয়ে আসছে। দেখি শুটিং সেরে রাতে দেখতে যেতে পারি।’

    এর আগে মনু মিয়াকে দেখতে যাওয়ার ইচ্ছা পোষণ করে অভিনেতা লিখেছিলেন, ‘মনু মিয়াকে আমি ঘোড়া কিনে দিতে চাই। বিনিময়ে আমার কবর খোঁড়া পর্যন্ত আল্লাহ উনাকে বাঁচিয়ে রাখুন। কেউ যদি মনু মিয়ার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দিতে পারেন কৃতজ্ঞ থাকব।’

    উল্লেখ্য, ঢাকার একটি বেসরকারি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন বৃদ্ধ মনু মিয়া। বয়স ৬৭। শরীরে একাধিক রোগ বাসা বেধেছে। চোখে দৃষ্টি ঝাপসা, কিন্তু মন এখনও টানছে দূরের সেই গ্রামের দিকে। যেখানে কেউ মারা গেলে তিনিই প্রথম ছুটে যেতেন, হাতে কোদাল নিয়ে। কিন্তু কি করে ছুটে যাবেন? তিন দিন হলো তিনি জানেনেই না তার ছুটে চলার সাথী, জীবনের সবচেয়ে বিশ্বস্ত প্রাণী ঘোড়াটি আর বেঁচে নেই।

    ঘোড়াটি তার বাহন ছিল না কেবল, ছিল একান্ত আপন। যে কথা বলত না, তবু যেন সব অনুভূতি বুঝত। সেই ঘোড়াটিকে অজ্ঞাত দুষ্কতিকারীরা বল্লম দিয়ে আঘাত করে হত্যা করেছে।

    মনু মিয়া জানেন না… জানানো হয়নি। পরিবার চেপে গেছে সংবাদ। কারণ তারা জানে—এই খবর হয়ত মনু মিয়ার ক্ষয়ে যাওয়া শরীরের শেষ আশাটুকুও মুছে দিতে পারে।

    প্রায় এক দশক আগে নিজের শেষ সম্বল, বাজারের একটি ছোট দোকান বিক্রি করে কিনেছিলেন একটি ঘোড়া। কারণ তখন পায়ে হেঁটে আর কুলিয়ে উঠতে পারছিলেন না। সেই ঘোড়াটিই হয়ে ওঠে তার সহচর—দিনের আলো হোক কিংবা রাতের অন্ধকার, মানুষের মৃত্যু সংবাদ পেলেই টগবগ টগবগ করে ছুটে যেতেন। হাতে কোদাল, কাঁধে ফাতিলা কাপড়। চোখে নির্ভীক নিষ্ঠা।

    সেই প্রাণপ্রিয় সাথীটিই গত শুক্রবার সকালে ঘাস খেতে গিয়ে আর ফিরেনি। তিনি যতদিন ছিলেন সন্তানের মতো আগলে রাখতেন। কিন্তু তিনি অসুস্থ হয়ে সয্যাশায়ী হওয়ায়। ঘোড়াটির দেখভালের কেউ ছিল না। গত বৃহস্পতিবার (১৫ মে) পাশের হাশিমপুর গ্রামে ঘাস খেতে গিয়ে দুর্বৃত্তদের আঘাতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ঘোড়াটি। কয়েক ঘণ্টার মধ্যেই নিথর দেহে পরিণত হয় মনু মিয়ার প্রিয় বাহনটি।

    এলাকাবাসী হতবাক হয়ে পড়ে। মনু মিয়ার মতো তার ঘোড়াটিও ছিল ব্যাপক জনপ্রিয় সবার কাছে। এ বিষয়ে কথা বলতে গেলে কেউ কেউ কান্না আটকে রাখতে পারেনি। কেউ বলেছে, ‘মনু চাচার ঘোড়াটির মতো এমন প্রাণী আর আসবে না। আঘাত শুধু ঘোড়াটিকে করা হয়নি বরং মনু চাচাকে আঘাত করা হয়েছে। আঘাত করা হয়েছে মানবতাকে।’

    ঘোড়ার মৃত্যুর খবর শুনে এলাকার কয়েকজনকে সঙ্গে নিয়ে শুক্রবার সকালেই ওই স্থানে ছুটে যান রিজন আহমেদ, তার ভাষ্যমতে, ঘোড়াটি যেখানে পড়ে আছে আশপাশের কিছু লোকের তোপের মুখে পড়ে আর ফেরতও আনতে পারেননি। তিনি জানান, এখনো ঘোড়ার নিথর দেহটি পড়ে আছে একটি জমিতে।

    তারই এক প্রতিবেশী আলমগীর বলেন, ‘মনু চাচা এক পয়সাও নেন না কারও কাছ থেকে। মৃত্যুর সংবাদ শুনলেই চলে যেতেন। সেই মানুষটির ঘোড়াটিকে এভাবে হত্যা করা—এটা তো পশুহত্যা নয় শুধু, পুরো সমাজের বিবেকের মৃত্যু।’

    মনু মিয়া হয়ত এখনও ভাবছেন—তার ঘোড়াটি উঠানে ঘাস খাচ্ছে। অথবা কারও জানাজায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। তিনি জানেন না, সেই ঘোড়াটি এখনও নিজের ‘শেষ ঠিকানা’ পায়নি। তার কবর এখনও খুঁড়ে দেওয়া হয়নি—কারণ অন্যের কবর খুঁড়তেন, তিনিই তো শুয়ে আছেন হাসপাতালের বিছানায়।

    যদি সুস্থ হয়ে ফিরতে পারেন মনু মিয়া, হয়ত নিজ হাতে খনন করবেন তার প্রিয় সাথীর কবর। কোদালের প্রতিটি ঘায়ে হয়ত পড়বে এক ফোঁটা করে চোখের জল। মাটিতে চাপা পড়বে শুধু একটি দেহ নয়—একটি বন্ধুত্ব, ভালোবাসা, আর ইতিহাস।

    মিঠামইন থানার ওসি আলমগীর কবির দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তদন্ত চলছে। খুব দ্রুতই আমরা অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনব।’

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    emotional stories Bangladesh ghora hotta grave digger news horse killed Bangladesh Khairul Basar kobor khonwa manobik golpo Manu Mia অভিনেতা কবর খোঁড়ার গল্প খায়রুল খায়রুল বাসার ঘোড়া হত্যা দেখতে বাসার বিনোদন মনু মনু মিয়া মানবিক ঘটনা মিয়াকে যাবেন
    Related Posts
    কারিনা

    দুই ছেলের মা হয়েও যেভাবে ফিটনেস ধরে রাখেন কারিনা

    September 22, 2025
    ওয়েব সিরিজ

    ওটিটির সবচেয়ে বোল্ড ওয়েব সিরিজ এটি, ভুলেও কারও সামনে ভুল করেও দেখবেন না

    September 22, 2025
    Flora Saini

    খোলামেলা দৃশ্যে পুরুষদের ঘুম কেড়েছেন এই অভিনেত্রীরা

    September 22, 2025
    সর্বশেষ খবর
    South Africa to Launch Electronic Travel Authorization for G20 Visitors

    South Africa to Launch Electronic Travel Authorization for G20 Visitors

    ryder cup tee times and tickets

    Ryder Cup 2027: Tee Times and Tickets at Adare Manor – What Fans Need to Know

    Netflix Partners with Beverage Giant AB Inbev in Exclusive Global Deal

    Netflix Partners with Beverage Giant AB Inbev in Exclusive Global Deal

    Foldable iPhone: What We Know About the Titanium Design

    Foldable iPhone: What We Know About the Titanium Design

    indefinite leave to remain uk

    Indefinite Leave to Remain UK: Reform Party Plans to Scrap Permanent Residency and Replace with Tougher Visas

    ফিলিস্তিনকে স্বীকৃতি ফ্রান্স

    যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়ার পর এবার ফ্রান্সের ফিলিস্তিন স্বীকৃতি

    nyt mini crossword today

    NYT Mini Crossword Answers for September 22, 2025

    বিসিবি

    বিসিবি সভাপতির চিঠি স্থগিত, তবে নির্বাচন হবে সময়মতো

    Apps

    স্মার্টফোনে বিপজ্জনক থার্ড পার্টি অ্যাপ যেভাবে চিনবেন

    the first day of fall in USA

    When Is the First Day of Fall in the USA? Key Facts About the Autumn Equinox

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.