বিনোদন ডেস্ক : তামিল চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে ‘কুলি’। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। সিনেমাটির পরিচালনায় রয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় পরিচালক লোকেশ কানাগরাজ।
ছবিটি ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে তার বিশাল বাজেট এবং রেকর্ড গড়ার মতো পারিশ্রমিকের কারণে।
খবরে জানা গেছে, এই সিনেমার জন্য রজনীকান্ত নিচ্ছেন প্রায় ২৮০ কোটি রুপি। এই অঙ্কের পারিশ্রমিকই তাকে এশিয়ার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করবে। এর আগে তিনি দক্ষিণ ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতা ছিলেন। এবার তিনি নিজেকেই ছাড়িয়ে গেছেন।
পরিচালক লোকেশ কানাগরাজও এই সিনেমার জন্য তার পারিশ্রমিক বাড়িয়েছেন। ‘কুলি’র জন্য তিনি নিচ্ছেন ৬০ কোটি রুপি।
ছবিটিতে রজনীকান্তের পাশাপাশি আরও দেখা যাবে দক্ষিণী সুপারস্টার নাগার্জুনা আক্কিনেনিকে। তিনি ‘সাইমন’ চরিত্রে অভিনয় করবেন এবং তার পারিশ্রমিক প্রায় ২৪ কোটি রুপি। এছাড়া বিশেষ একটি চরিত্রে থাকছেন বলিউড তারকা আমির খান, যিনি পারিশ্রমিক পাচ্ছেন ২৫ থেকে ৩০ কোটি রুপি।
একটি গানে ক্যামিও চরিত্রে দেখা যাবে পূজা হেগড়েকে, যিনি এর জন্য নিচ্ছেন ২ কোটি রুপি। আরও অভিনয় করবেন শ্রুতি হাসান, সত্যরাজ এবং উপেন্দ্র রাও, যারা প্রত্যেকেই ছবির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন।
এই মেগা বাজেট অ্যাকশন থ্রিলারটি প্রযোজনা করছে সান পিকচার্স। ছবির সংগীত পরিচালনা করছেন জনপ্রিয় সংগীতশিল্পী অনিরুদ্ধ রবিচন্দ্রন।
সম্প্রতি ‘কুলি’ সিনেমার নির্মাতারা একটি নতুন প্রোমো প্রকাশ করেছেন। প্রোমোটি মুক্তির পর থেকেই সিনেমাটির ১০০ দিনের কাউন্টডাউন শুরু হয়েছে। প্রোমোতে রজনীকান্তসহ অন্যান্য তারকাদের দুর্দান্ত লুক প্রকাশ করা হয়েছে, যা দর্শকদের মধ্যে প্রবল উত্তেজনা তৈরি করেছে। আগামী ১৪ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘কুলি’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।