অন্ধকারে বুক চেপে ধরেছিল লোকটা, যৌ’ন হেনস্থার কথা প্রকাশ্যে বলেছেন যে জনপ্রিয় তারকারা

তারকারা

বিনোদন ডেস্ক: যৌ’ন হেনস্থা কিংবা অশালীন আচরণ। জীবনের কোনও না কোনও সময়ে এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় বেশির ভাগ মানুষকেই। অনেকেরই বদ্ধমূল ধারণা, এই ধরনের ঘটনা শুধুমাত্র ঘটে মহিলাদের সঙ্গেই। কিংবা শিকার হন শুধুমাত্র আমজনতা। আর ভুল হয়ে যায় সেখানেই। তারকারাও অনেকে কিন্তু এমন অভিজ্ঞতার শিকার। তালিকায় রয়েছেন অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর-সহ আরও অনেকে। তাঁদের কেউ কেউ প্রকাশ্যে এনেছেন সেই তিক্ত অভিজ্ঞতা।

দীপিকা পাড়ুকোন

মুম্বাইয়ের এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নায়িকা বলেছিলেন, “আমার তখন ১৪-১৫ বছর বয়স। মা বাবার সঙ্গে রেস্তরাঁয় খেতে গিয়েছিলাম। আমি মায়ের পিছনে হাঁটছিলাম। বোন ছিল বাবার সঙ্গে। তখনই একটা লোক গায়ে গা ঘষে দিয়ে বেরিয়ে যায়। আমি চুপ থাকিনি। তখনই পিছু নিয়ে জামার কলার চেপে ধরি। দিই দুই থাপ্পর কষিয়ে!”
তারকারা
অক্ষয় কুমার

মহিলাদের সুরক্ষা নিয়ে আলোচনার ফাঁকে নিজের ছোটবেলার এক ঘটনা ভাগ করে নিয়েছিলেন অক্ষয় কুমার। মাত্র ৬ বছর বয়সে যৌ’ন হেনস্থার শিকার হতে হয়েছিল তাঁকে। নায়ক জানান, এক লিফ্‌টম্যান তাঁর শরীরে খুব খারাপ ভাবে হাত দেন।

সোনম কাপুর

সংবাদমাধ্যমকে এক বার সোনম বলেছিলেন, “বয়স তখন ১৩। সিনেমা দেখতে গিয়েছিলাম। অন্ধকার হলে আমার স্ত’ন চেপে ধরেছিল লোকটা। ভয়ে কাউকে কিচ্ছু বলিনি। পুরো সিনেমা দেখে বেরিয়ে ছিলাম। কিন্তু অনেক দিন মনে একটা অপরাধবোধ কাজ করেছিল।”

খ্যাতনামী মানেই তাঁদের জীবনের সবটাই ঝলমলে— এমনটা না-ও হতে পারে। হয়তো আর পাঁচ জন সাধারণ মানুষের মতো কোনও ভয়ানক অভিজ্ঞতা লুকিয়ে রয়েছে তাঁদের অতীতেও। যৌ’ন হেন’স্থার কথা প্রকাশ্যে বলে সেটাই বোধহয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন দীপিকা, সোনম, অক্ষয়রা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

আমাদের বাসার সামনে কক্সবাজার হয়ে গেছে: চিত্রনায়িকা মাহি (ভিডিও)