কার টাকায় বিদেশ ঘুরেন, জানালেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখা যায় অভিনেত্রীদের দেশের চেয়ে বিদেশেই বেশি ঘুরে বেড়ানোর ছবিই বেশি। সেই তালিকায় রয়েছেন ভারতীয় অভিনেত্রী অদ্রিজা রায়।

কাজের ফাঁকেই উড়াল দেন বিদেশে, কখনও আবার ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান অদ্রিজা। আর এই নিয়ে কটাক্ষ করেন নেটিজেনরা। অনেকে বলেন সুগার ড্যাডির টাকায় ঘুরেন। আবার অনেকে বলেন কার টাকায় ঘুরেন এই নায়িকা।

এবার এ বিষয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। অদ্রিজা ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে বলেন, মানুষ লোকের ভালো দেখলেও যেমন কথা বলে, তেমনই আবার খারাপ দেখলেও চর্চা করে। আমি মানুষের নেতিবাচক মন্তব্য নিয়ে কোনো কথাই বলতে চাই না।

অদ্রিজা আরো বলেছেন, দৈনিক ১৪ ঘণ্টা কাজ করেন তিনি। কলকাতা ও মুম্বাইয়ের টিভি ধারাবাহিকে নিয়মিত কাজ করছেন। সেখান থেকে মোটা অঙ্কের পারিশ্রমিক পান তিনি। সেই টাকা না জমিয়ে ঘুরতে যান তিনি। এতে কেউ বদনাম করলে তার কিচ্ছু যায় আসে না।

কয়েক মাস হলো শুরু হয়েছে তার নতুন হিন্দি সিরিয়াল ‘দুর্গা অউর চারু’। তবে কেবলমাত্র টেলিভিশন নয়, বড়পর্দাতেও কাজ করে ফেলেছেন সকলের প্রিয় অদ্রিজা। শুভশ্রী গাঙ্গুলির বন্ধুর চরিত্রে দেখা গিয়েছেন তাকে। রাজ চক্রবর্তী পরিচালিত ‘পরিণীতা’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন তিনি। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল এই সিনেমা।

বড় সুখবর দিলেন নায়িকা পরীমনি