বিনোদন ডেস্ক : জি বাংলায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘তুই আমার হিরো’। এই ধারাবাহিকের হাত ধরে প্রথমবার জুটি বাঁধছেন রুবেল দাস ও মোহনা মাইতি। কিছুদিন আগেই শেষ হয়েছে রুবেলের ‘নিম ফুলের মধু’। এরপরেই ফের নতুন অবতারে দর্শকের সামনে হাজির হচ্ছেন রুবেল।
গল্পে ‘সুপারস্টার শাক্যজিৎ’-এর চরিত্রে দেখা যাবে তাঁকে। অন্যদিকে, মোহনার চরিত্রের নাম ‘আরশি’। কীভাবে সাধারণ মেয়ে আরশি, সুপারস্টার শাক্যজিতকে ভালবাসার আসল মানে শেখাবে, সেই নিয়েই এগোবে গল্প। এই মেগায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে বর্ষীয়ান অভিনেত্রী ছন্দা চট্টোপাধ্যায়কে। এছাড়াও থাকছেন ময়না বন্দ্যোপাধ্যায়, সৌমি চক্রবর্তী।
সূত্রের খবর, এই মেগায় দেখা যেতে চলেছে অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়কে। যদিও তাঁর চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক তা এখনও জানা যায়নি। এর আগে দর্শক তাঁকে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’তে দেখেছেন। যদিও টেলিভিশন শুধু নয়, ওটিটি থেকে ছবির জগতেও পরিচিত মুখ অনুরাধা। বিভিন্ন চরিত্রে তাঁর অভিনয় বারবার মন ছুঁয়েছে দর্শকের। এবার নতুন ধারাবাহিক ‘তুই আমার হিরো’য় কতটা দর্শকের মন জয় করেন তিনি এখন সেটাই দেখার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।