বিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় ও অভিজ্ঞ অভিনেত্রী অপরাজিতা আঢ্য এবার একেবারে নতুন এক রূপে পর্দায় হাজির হচ্ছেন। দীর্ঘদিন ধরে টেলিভিশন ও সিনেমার মাধ্যমে দর্শকদের মন জয় করে আসা অপরাজিতা এবার প্রথমবার খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চলেছেন। এই নতুন ছবির নাম ‘বানসারা’ এবং ছবিটি পরিচালনা করছেন আতিউল ইসলাম।
এই ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছে পুরুলিয়ার একটি কাল্পনিক গ্রাম ‘বানসারা’। এই গ্রামের নাম এসেছে বনদেবীর নাম থেকে, যিনি গ্রামের অপরাধীদের নিজের হাতে শাস্তি দেন। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাই তাঁর জীবনের প্রধান লক্ষ্য। এই ছবিতে রাজমাতার চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্যকে। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে তাঁর রাজমাতার বেশের লুক। এছাড়াও ছবিতে রয়েছে ছোট রাজমাতার চরিত্র, যেখানে অপরাজিতার শৈশবকালীন চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী তানিসি মুখোপাধ্যায়।
ছবির প্রথম পর্বের শুটিং হয়েছে পুরুলিয়ার বিভিন্ন মনোরম লোকেশনে। পুরুলিয়ার পাহাড়ের চূড়ায় একাধিক সেট তৈরি করা হয়েছে ছবির প্রয়োজন অনুযায়ী। এমনকি শুটিংয়ের জন্য বিভিন্ন মাটির বাড়িকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, পাহাড়ের উপরে বানানো হয়েছে ৪০ ফুট উঁচু এক দেবীমূর্তি, যা ছবির একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রথম পর্বের শ্যুটিং শেষে এখন কলকাতায় চলছে দ্বিতীয় পর্বের কাজ।
এই ছবি নিয়ে পরিচালক আতিউল ইসলাম জানান, “প্রত্যেকটি চরিত্রের মধ্যেই রয়েছে একাধিক স্তর ও গভীরতা। ছবিতে রয়েছে তিনটি গান। দর্শকরা অপরাজিতা আঢ্য ও বনি সেনগুপ্তকে সম্পূর্ণ ভিন্ন এক রূপে দেখতে পাবেন, যা তাঁদের চমকে দেবে। তানিসি মুখোপাধ্যায়ও অসাধারণ অভিনয় করেছে ছোট অপরাজিতার ভূমিকায়। দর্শকদের জন্য ছবিতে আরও অনেক চমক অপেক্ষা করছে।”
‘বানসারা’ ছবিটি একদিকে যেমন পৌরাণিক রূপকথার ছোঁয়া রাখবে, তেমনই তুলে ধরবে ন্যায়-অন্যায়ের চিরকালীন লড়াই। আর সেই লড়াইয়ে এবার খলনায়িকার ভূমিকায় অপরাজিতার অভিনয় যে দর্শকদের মধ্যে এক নতুন উত্তেজনা তৈরি করবে, তা বলাই বাহুল্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।