অভিনেত্রীর আবেদনময়ী ছবি দেখিয়ে ‘অটোগ্রাফ’ চাইল ভক্ত!

অভিনেত্রী বেলা থর্ন

বিনোদন ডেস্ক : তারকাদের প্রতি ভক্তদের আবেদনের শেষ নেই। বরাবরই তারকাদের প্রতি মানুষের আগ্রহ যেন সীমাহীন! তবে সেই আগ্রহী অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় অনেক তারকার জন্য। প্রতিনিয়ত এমন বহু ভক্ত-অনুরাগীর মুখোমুখি হতে হয় তারকাদের। অনেকের অনেক কর্মকাণ্ডে হতবাকও হতে হয় তাদের! সম্প্রতি এমনই একটি ঘটনা জানালেন মার্কিন অভিনেত্রী ও গায়িকা বেলা থর্ন।

অভিনেত্রী বেলা থর্ন

অভিনেত্রী বেলা থর্ন জানান, ফিল্ম ফেস্টিভালে একজন এসে অভিনেত্রীর আবেদনময়ী একটি ছবি দেখিয়ে তাতে অটোগ্রাফ চান। বিষয়টি বিব্রত করেছে অভিনেত্রীকে।

২৫ বছর বয়সী অভিনেত্রী ‘দ্য হলিউড রিপোর্টার’কে জানান, সানড্যান্স ফিল্ম ফেস্টিভালে একজন ভক্ত তার আবেদনময়ী ছবিতে অটোগ্রাফ চেয়েছিলেন। তবে নিজের উত্তেজক ছবিতে স্বাক্ষর করতে অসম্মতি জানান অভিনেত্রী।

হলিউড রিপোর্টারকে বেলা বলেন, “আমি সাধারণত এমন লোকদের কথা শেয়ার করি না কিন্তু সে আমাকে বিরক্ত করেছিল। এক লোক আমার সামনে ছবি তুলছিল এবং আমি যখন এক সেকেন্ডের জন্য দূরে তাকালাম তখন পেছন ফিরে দেখি তার হাতে আমার একটি ছবি, যেটিতে সে অটোগ্রাফ চাইছিল। এটি ছিল জিকিউ ম্যাগাজিনের কাভার থেকে নেওয়া আমার একটি ছবি ছিল। ছবিটি অনেক উত্তেজক একটি ছবি ছিল, যাতে আমি অন্তর্বাস পরেছিলাম। তাকে আমি বলেছিলাম যে আমি সই করব না। তিনি সেটি সরালেন এবং তারপর আবার আমার সামনে রাখলেন। আমি বললাম, ‘না, আমি তাতে স্বাক্ষর করছি না।’ লোকটি তখন আমার আরেকটি উত্তেজক ছবি সামনে আনল!”

বেলা আরো জানান, লোকটি সেইসব আবেদনময়ী ছবি এনেছিল যেগুলো কম বয়সে তোলা তার। তাই সেই ছবিতে স্বাক্ষর করতে চাননি অভিনেত্রী। এ ছাড়া ভক্তদের এই ধরনের আচরণে হতাশা প্রকাশ করেছেন বেলা। তিনি জানান, অন্য কারো অপছন্দের কিছু করাটা মোটেই উচিত নয়।

সূত্র : সিএনএন নিউজ

অবশেষে ‘শনিবার বিকেল’র ট্রেলার প্রকাশ্যে (ভিডিও)