বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খানের নায়িকা দর্শনা

দর্শনা

বিনোদন ডেস্ক : সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন শাকিব খানের নায়িকা দর্শনা বণিক। আগামী ১৫ ডিসেম্বর প্রেমিক ও অভিনেতা সৌরভ দাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। এখন বিয়ে নিয়ে চলছে বেশ তোড়জোড়। তবে এ বিষয়ে কোনও কিছু খোলসা করতে চান না তারা। সবটাই হচ্ছে চুপচাপ।

দর্শনা

জানা গেছে, কলকাতার বাইপাসের ধারের একটি ব্যানকোয়েটে বসবে বিয়ের আসর। দুজনের সোশ্যালে পাতা ঘাঁটলেই চোখে পড়বে বিয়ের ছোটখাটো প্রস্তুতি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন দর্শনা। বিয়ের সময় কনের হাতে যে গাছকৌটা থাকে, তাতেও থাকছে নতুনত্ব। সেই ছবিই সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।

বর আর কনের ছবি আঁকা গাছকৌটা হাতে নিয়ে বিয়ে করতে বসবেন নায়িকা। খানিকটা ‘বলিউডি চমক’ বলা যেতেই পারে। যেমন ক্যাটরিনা কাইফ, পরিণীতি চোপড়া নিজেদের কালিরে বিশেষভাবে তৈরি করেছিলেন। নিজের বিয়েতে তেমনই ছোঁয়া রাখলেন দর্শনা।

শোনা যাচ্ছে, বিয়ের দিন তার পরনে থাকবে রুপার কাজ করা বেনারসি শাড়ি। তাদের বিয়ে নিয়ে বন্ধুবান্ধবদের মধ্যেও উত্তেজনা কম নেই। সম্প্রতি ধুমধাম করে আইবুড়োভাতের আয়োজন করেছিলেন তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য।

উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় রয়েছে দর্শনা বণিকের বাংলাদেশি সিনেমা ‘অন্তরাত্মা’। ওয়াজেদ আলি সুমন পরিচালিত এই সিনেমায় তাকে দেখা যাবে শাকিব খানের বিপরীতে। এর আগে তিনি অভিনয় করেছেন ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়।