বিনোদন ডেস্ক : গত কয়েক বছরের মতো এবার কোরবানি দিয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘী। শুধু কোরবানিই দেননি, নিজের হাতে মাংস কেটেছেন তিনি। আজ পবিত্র ঈদুল আজহার দিনে গরু কোরবানি দিয়েছেন দিঘী।
এ কারণে নিজের দেয়া কোরবানির গরুর মাংস কাটার সেই ভিডিও দিয়েছেন ফেসবুকের স্টোরিতে।
সেখানে দেখা যাচ্ছে, বাসার গ্যারেজে জবাই করা গরুর মাংসের বড় টুকরা রেখেছেন কাঠের গুড়ির ওপর। তারপর সেগুলো ছুরি দিয়ে নিজের কাটছেন দিঘী।
এদিকে অনেকেই মনে করেন দিঘীর বাবা সুব্রত কারণে তিনি হিন্দু ধর্মের অনুসারী।
কিন্তু গতবছরই গণমাধ্যমের কাছে নিজের ধর্মের বিষয়টি পরিস্কার করেছেন এই অভিনেত্রী। তিনি জানান, তার প্রয়াত মা দোয়েল ইসলাম ধর্মের অনুসারী হলেও বাবা সুব্রত চক্রবর্তীকে হিন্দু ধর্মের অনুসারী বলে জানেন দর্শক। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঁকি দেয়—কার ধর্ম বেছে নিয়েছেন দীঘি, বাবা নাকি মায়ের?
প্রার্থনা ফারদিন দীঘি বিষয়টি নিয়ে ওই সময় বলেছিলেন, ‘অনেকের মধ্যে আমাকে নিয়ে এই প্রশ্ন উঁকি দেয়। আমার বাবা চিত্রনায়ক সুব্রত হিন্দু ধর্মের অনুসারী ছিলেন।
কিন্তু মাকে বিয়ের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার পর থেকে আমাদের পরিবার ইসলাম ধর্মের অনুসারী। আমি, আমার ভাইও ইসলাম ধর্ম পালন করি। তবে আমি বিশ্বাস করি, ধর্ম যার যার উৎসব সবার।’
উল্লেখ, কিছুদিন আগে সিয়াম আহমেদের সঙ্গে ‘জংলি’ সিনেমায় অভিনয় শুরু করেছেন দীঘি। ছবিটি এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ অব্দি পিছিয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।