বিনোদন ডেস্ক : ওপার বাংলার অন্যতম সফল এবং ব্যস্ত অভিনেত্রী মধুমিতা সরকার। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘সূর্য’। ইতোমধ্যে ছবিটি দর্শক মহলে বেশ প্রশংসিত। ছবি মুক্তির পরেই একের পর এক ফটোশূট সেশনে ব্যস্ত ছিলেন অভিনেত্রী।

তাকে ভিন্ন রূপে দেখা গেছে সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্টে। রীতিমতো ভক্ত-অনুরাগীদের কাছে ছড়িয়েছেন মুগ্ধতা, ভরিয়ে তুলেছেন উষ্ণতায়। সম্প্রতি তার ইনস্টাগ্রাম পোস্টে কিছু ছবি শেয়ার করেছেন ওপার বাংলার এই হট গার্ল। দেখে নেওয়া যাক, ছবিগুলোতে কোন রূপে ধরা দিলেন মধুমিতা।
https://inews.zoombangla.com/raj-shubashree-abir-is-busy-in-biryani-love-where-did-you-reach/
কালো জালি ধরনের ড্রেসের ওপর সাদা চুমকির এই পোশাকে আলাদা করে নজর কেড়েছেন অভিনেত্রী। ঠোঁটে হাল্কা খয়েরি লিপস্টিক, চোখে আই মাশকারায় যেন অনন্য রূপে ধরা দিয়েছেন মধুমিতা। ক্যামেরায় মধুমিতার দুষ্ট চাহনির পোজ রীতিমতো আকর্ষণীয় করে তোলে তাকে।

মধুমিতার ছবিগুলো অন্তর্জালে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মাঝে উষ্ণতা ছড়িয়ে পড়ে। একের পর এক তা প্রকাশ করতে থাকে ভক্তরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



