বিনোদন ডেস্ক : খোলামেলা পোশাক পরার কারণে ভিড়ের মধ্যে অস্বস্তির শিকার হলেন। এক ইভেন্টের দরুন আচমকাই মালাইকা অরোরার বক্ষ বিভাজিকায় হাত দেন এক ব্যাক্তি! ব্যাপারটি এত তাড়াতাড়ি ঘটে যে হকচকিয়ে যান মালাইকা নিজেও। কী ভাবে গোটা ঘটনাটি সামলালেন বলিউডের স্টাইলিশ অভিনেত্রী।
মালাইকা অরোরার ক্লিভেজে হাত! ভিড়ের মধ্যে এমন কাণ্ডও যে ঘটতে পারে সেটা ঠাহর করতে পারেননি অভিনেত্রী। স্বাভাবিকভাবেই হকচকিয়ে গিয়েছিলেন। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। ঠিক কী হয়েছিল? সম্প্রতি দিল্লির একটি ফ্যাশন ইভেন্টে উপস্থিত হয়েছিলেন মালাইকা। তাঁর পরনে ছিল কালো রঙের একটি পোশাক। যার নেকলাইন অনেকটা ওয়াইড। এর সঙ্গে মানানসই মেকআপ এবং হেয়ারস্টাইল করেছিলেন ছইয়া ছইয়া গার্ল।
ইভেন্টে তিনি প্রবেশ করার সময়েই প্যাপেদের ক্যামেরা তাঁকে ঘিরে ধরে। সকলেই একটা ছবি তোলার জন্য মরিয়া হয়ে ওঠেন। কিন্তু, সমস্যাটা হয় ড্রেস নিয়ে। মালাইকার পোশাকের সামনের অংশ অনেকটাই কাটা ছিল। আর আশেপাশে প্রবল ভিড়ও হয়। ফলে তাঁর পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি হাত তুলতেই তা অভিনেত্রীর বক্ষ বিভাজিকায় লাগে। নিমেষের মধ্যেই ব্যক্তির হাত সরিয়ে দেন মালাইকা।
ব্যাপার এত দ্রুত ঘটে যে চমকে উঠেছিলেন মালাইকা। ব্যাপারটা বোঝার পরে প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তির দিকে কড়া চোখে তাকান তিনি। এরপর মিঠেকড়া ভঙ্গিতে কিছু একটা বলেন ব্যক্তিকে। তারপর মাথায় হাত দিয়ে আক্ষেপের ভঙ্গিও করতে দেখা যায় তাঁকে। তবে শো মাস্ট গো অন! পরক্ষণেই নিজেকে সামলে নেন মালাইকা। কিন্তু, এই উপস মোমেন্ট ধরা পড়ে যায় সামনে দাঁড়িয়ে থাকা পাপ্পারাৎজিদের ক্যামেরায়। নেটপাড়ায় আগুনের গতিতে শেয়ার হতে থাকে ওই ভিডিয়োটি। বর্তমানে এই ভিডিয়োর জন্য চর্চার কেন্দ্রে মালাইকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।