কল্কিতে নজর কেড়েছেন অভিনেত্রী ম্রুণাল

অভিনেত্রী ম্রুণাল ঠাকুর

বিনোদন ডেস্ক : প্রভাস-দীপিকা অভিনীত ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির উন্মাদনা ক্রমেই বেড়ে চলেছে। নাগ অশ্বিন পরিচালিত এই ছবিতে অতিথি চরিত্রে নজর কেড়েছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর।

অভিনেত্রী ম্রুণাল ঠাকুর

তাকে দেখা গেছে ‘দিব্যা’ চরিত্রে। সায়েন্স ফিকশনধর্মী ছবিতে অতিথি চরিত্রে আরও আছেন এস এস রাজামৌলি, রামগোপাল ভার্মা, দুলকার সালমান ও বিজয় দেবরাকোন্ডা।

ম্রুণাল বলেন, ‘এই ছবির প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে সম্মতি দিয়েছিলাম। নির্মাতা অশ্বিনী দত্ত, স্বপ্না দত্ত আর প্রিয়াঙ্কা দত্তের ওপর আমার সম্পূর্ণ আস্থা ছিল। তা ছাড়া ‘কল্কি’র মতো বড় প্রকল্পের অংশ হতে চেয়েছিলাম আমি। ভারতে এত বড় প্রকল্প আগে দেখিনি। এ ছবির ভিএফএক্স সত্যিই অকল্পনীয় ছিল। এমন প্রকল্পের অংশ হতে পারা অনেক বড় বিষয়।’

রেস্তোরাঁর সামনে মাতলামি করে ফের সমালোচনার মুখে উরফি

ম্রুণালকে আগামী দিনে ‘পূজা মেরি জান’ ছবিতে হুমা কুরেশি ও বিজয় রাজের সঙ্গে দেখা যাবে। এ ছাড়া অজয় দেবগন ও সঞ্জয় দত্তের সন অব সর্দার ছবির সিকুয়েলেও ম্রুণালকে দেখা যাবে, এমন খবর চাউর হয়েছে। স্কটল্যান্ডে শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে।