বিনোদন ডেস্ক: বিতর্কে জড়িয়ে পড়েছেন অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরাত জাহান। একাধিক রিপোর্ট অনুযায়ী, ২৪ কোটি টাকার প্রতারণা করা একটি সংস্থার ডিরেক্টর ছিলেন। যে সংস্থা টাকা দিয়েও ফ্ল্যাট দেয়নি বলে অভিযোগ উঠেছে।
যা নিয়ে ইডির দ্বারস্থ হয়েছেন কলকাতার প্রবীণ নাগরিকরা। সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের অন্যতম ডিরেক্টর হলেন রূপলেখা মিত্র। তিনি দাবি করেছেন, একটা সময় নুসরাত ওই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন।
তবে ২০১৭ সালের পর থেকে সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড এবং রাকেশের সঙ্গে নুসরাত সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেন বলে দাবি করেছেন রূপলেখা। রূপলেখা দাবি করেছেন যে রাকেশের থেকে অনেক সাহায্যও পেয়েছেন নুসরাত।
শুধু তাই নয়, নুসরাতের পরিবারকেও নাকি সাহায্য করেছেন রাকেশ। নুসরাতের বোনের পড়াশোনার পিছনে যে খরচ হত, সেটাও রাকেশ বহন করতেন বলে দাবি করেছেন রূপলেখা। তবে সেই টাকা কবে দিতেন রাকেশ, সে বিষয়ে নির্দিষ্টভাবে কিছু জানাননি তিনি।
দশ বছর আগেই সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। প্রতারণার অভিযোগে রাকেশকে গ্রেফতারও করেছিল পুলিশ। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রূপলেখা জানিয়েছেন যে তার পাশাপাশি এখন ওই সংস্থার ডিরেক্টর পদে আছেন রাকেশও।
সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের নাম নথিভুক্ত হয়েছিল ২০১১ সালে। ঠিকানা হিসেবে ভুবনেশ্বর দেখানো হয়েছিল। ফ্ল্যাট দেওয়ার নাম করে যে সংস্থা ২০১৪ সালে প্রায় ৪২০ জনের থেকে টাকা নিয়েছিল বলে অভিযোগ উঠেছে।
প্রত্যেকের থেকে ৫.৫ লাখ টাকার মতো নেওয়া হয়েছিল বলে দাবি করেছেন অভিযোগকারীরা। প্রাথমিকভাবে গড়িয়াহাটে ফ্ল্যাট প্রদানের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু একলপ্তে জমি না পাওয়ার যুক্তি দেখিয়ে সেইসময় গড়িয়াহাটে ফ্ল্যাট দেওয়া হয়নি।
পরবর্তীতে রাজারহাটে ফ্ল্যাট প্রদানের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সেটাও হয়নি। বিষয়টি নিয়ে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন। এবার ইডির দ্বারস্থ হয়েছেন তারা। যদিও ইডির কাছে অভিযোগকারীরা যে দাবি করেছেন, তা নিয়ে আপাতত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি নুসরাত।
বরং তার আইনজীবী মুখ খুলবেন বলে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে নুসরাতের দল তৃণমূল কংগ্রেসও কিছুটা দূরত্ব বজায় রেখেছে। কারণ আগে থেকেই একের পর এক দুর্নীতির অভিযোগে ল্যাজেগোবরে অবস্থা তৃণমূল কংগ্রেসের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।