বিনোদন ডেস্ক : এক সঙ্গে তিন দেশে নিজেকে মেলে ধরেছেন জনপ্রিয় অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়। বাংলাদেশের সফল যাত্রার পর এবার তাকে দেখা যাবে হিন্দি সিনেমাতেও।
বর্তমানে নিজের মেকআপ রুমে ব্যস্ত সময় পার করছেন তিনি। একদিকে চলছে রূপচর্চা, অন্যদিকে চলছে পোশাক নির্বাচনের কাজ। এই ব্যস্ততার মাঝেও আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়া জানালেন, তিনি বলিউডে পা রাখতে যাচ্ছেন। ধীরজ কুমারের পরিচালনায় নির্মিতব্য হিন্দি ছবি ‘বিহান’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি।
এই ছবিতে রিয়ার সঙ্গে পর্দা ভাগ করবেন বর্ষীয়ান অভিনেত্রী পদ্মিনী কোলহাপুরে। এছাড়াও রয়েছেন ‘খাকী ১’-খ্যাত অভিমন্যু সিংহ, খুশালি কুমার এবং জনপ্রিয় কোরিওগ্রাফার টেরেন্স লুইস। ছবির আইটেম গানে থাকছেন সানি লিওনি। ছবির মূল প্রেক্ষাপট গড়ে উঠেছে নারীপাচার-এর মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ইস্যু নিয়ে।
বাংলাদেশের পর বলিউড অভিজ্ঞতা
বাংলাদেশে বাংলা ভাষায় কাজ করার পর হঠাৎ হিন্দি ছবিতে কাজ করা কেমন লাগছে? উত্তরে রিয়া বলেন,
“ভয়ে বুক কাঁপছিল। বাংলাদেশে তো মায়ের ভাষায় কাজ করেছি। এখানে হিন্দি ভাষায় কাজ করতে হচ্ছে। নতুন ভাষা আয়ত্তে এনে, নামকরা অভিনেতাদের সঙ্গে কাজ করা সত্যিই চ্যালেঞ্জিং। পরিশ্রমও অনেক বেশি করতে হচ্ছে।”
তবে এটি তার প্রথম হিন্দি প্রজেক্ট নয়। এর আগে ২০১৮ সালে তিনি ‘বার্থডে গিফট’ নামক একটি হিন্দি সিরিজে অভিনয় করেছিলেন।
এবার বাংলা সিনেমায়ও!
বলিউডের পাশাপাশি রিয়াকে এবার দেখা যাবে একটি বাংলা সিনেমায়ও। পরিচালক জিৎ চক্রবর্তীর নতুন ছবি ‘লটারি জিন্দাবাদ’-এ মুখ্য চরিত্রে থাকছেন তিনি। এই কৌতুকধর্মী ছবিতে রিয়ার সঙ্গে অভিনয় করবেন খরাজ মুখোপাধ্যায়, দেবলীনা দত্তসহ একঝাঁক তারকা।
এই ছবিতে রিয়াকে দেখা যাবে এক মজার ও দাপুটে নারী পুলিশ অফিসারের চরিত্রে। থাকবে বাইক চালানো, অ্যাকশন দৃশ্যসহ নানা চমক। ছবিটির শুটিং হবে সিকিমে, ৮ মে থেকে ১৮ মে পর্যন্ত— টানা ১০ দিন ধরে চলবে শুটিং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।