যে কারণে মাংস খাওয়া ছেড়ে দিলেন অভিনেত্রী সাই পল্লবী!

Sai Pallabi

বিনোদন ডেস্ক : ১৪ বছরের বনবাসের পর রাম-সীতা ফেরেন দীপাবলিতে। আর রূপালি পর্দায় রাম-সীতা রূপে ধরা দেবেন রণবীর ও সাই পল্লবী। আগামী বছর দিওয়ালিতে মুক্তি পাবে নীতিশ তিওয়ারির রামায়ণের প্রথম পর্ব।

Sai Pallabi

সম্প্রতি মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানালেন জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। ‘রামায়ণ’ সিনেমায় সীতা চরিত্রে অভিনয়ের জন্য তিনি নাকি নিরামিষাশী হয়েছেন এমন দাবি উড়িয়ে দিলেন তিনি।

এক্স -এর একটি পোস্টে সাই পল্লবী এই গুজবকে ‘সম্পূর্ণ মিথ্যা’ ও ‘মনগড়া গল্প’ বলে আখ্যা দেন। একইসঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভবিষ্যতে যদি এমন ভিত্তিহীন তথ্য প্রকাশিত হয়, তাহলে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন।

সাই পল্লবী পোস্টে লিখেছেন, ‘অধিকাংশ সময় আমি ভিত্তিহীন গুজব, মিথ্যা তথ্য বা ভুল বিবরণীর বিরুদ্ধে নীরব থাকি। কিন্তু এখন সময় এসেছে প্রতিবাদ করার, কারণ এটি বারবার ঘটছে এবং আমার সিনেমা মুক্তির সময় কিংবা ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তে এটি থামছেই না। যদি কোন তথাকথিত মিডিয়া পেজ বা ব্যক্তি আবারও এ ধরনের মনগড়া খবর প্রকাশ করে, তবে আইনি প্রক্রিয়ার সম্মুখীন হবে।’

‘রামায়ণ’ সিনেমায় রণবীর কাপুরকে রামের ভূমিকায় দেখা যাবে এবং ‘কেজিএফ’ খ্যাত দক্ষিণী তারকা যশ অভিনয় করবেন রাবণের চরিত্রে। এই ছবিকে ‘ভারতের সর্বশ্রেষ্ঠ গল্প’ বলে আখ্যা দিয়েছেন রণবীর কাপুর। আন্তর্জাতিকমানের প্রযুক্তি ব্যবহার করে সিনেমাটি দুই পর্বে নির্মিত হচ্ছে। সিনেমাটিতে কৌশল্য চরিত্রে লারা দত্ত এবং হনুমানের ভূমিকায় থাকছেন সানি দেওল।