বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের আদলে নির্মিত একটি সিনে-ড্রামায় অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া; নাম ‘পায়েল’। ঈদে মুক্তি পাওয়া এই সিনে-ড্রামায় তার বিপরীতে দেখা গেছে খায়রুল বাসারকে। পরিচালনা করেন সাইফুল হাফিজ খান। আর্ক ফিল্মসের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ পেয়েছে।
ইতোমধ্যে অনেকে এই সিনে-ড্রামার বেশ প্রশংসা করেছেন বলে জানান স্পর্শিয়া। প্রথমবারের মতো ইউটিউবের জন্য এমন কনটেন্ট নির্মাণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। স্পর্শিয়া বলেন, “এখন আর আগের মতো ছোটপর্দায় কাজ করছি না। কিন্তু এই গল্পটি ‘না’ করতে পারিনি, যার অন্যতম কারণ এটি সিনেমার আদলে নির্মিত হয়েছে। এছাড়া গল্পও গতানুগতিক গল্পের বাইরে বলতে পারি। ভিউয়ের যুগে এটি অন্যদের ছাপিয়ে যেতে না পারলেও যারা দেখছেন, বেশ প্রশংসা করছেন।”
গল্পে দেখা যায়, কুতুব (খায়রুল বাসার) `। বেড়ে ওঠা একটি নির্জন অবহেলিত চিতায়। লাশ পোড়ানোই তার কাজ। অন্যদিকে জরী (অর্চিতা স্পর্শিয়া) পরিচ্ছন্নতাকর্মী। কেউ নেই তার। তাই অবসরে সে কুতুবের সঙ্গে চিতায় সময় কাটায়। কিন্তু শেষ পর্যন্ত কি তাদের এভাবে এক চিতায় থাকা হবে? এমন গল্পেই নির্মিত ‘পায়েল’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।