বিনোদন ডেস্ক : আগামী ১৫ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত নতুন সিনেমা ‘বাবলি’। রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে অভিনেত্রী জুটি বেঁধেছেন আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে।
কন্যা ইয়ালিনি জন্মের কিছু দিন পরেই শুটিং শুরু হয় ‘বাবলি’-র। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আপাতদৃষ্টিতে কঠিন মনে হলেও সত্যি বলতে আমার অত শক্ত লাগেনি। কারণ, পরিবারের লোকজন আমার সঙ্গে ছিল। পরিবারের সকলে আমাকে এতটা উৎসাহ দেয় কাজের জন্য, ফলে একেবারেই সমস্যা হয়নি। তবে অবশ্যই মাদার্স গিল্ট কাজ করে। তাই সেইরকম সময় বেঁধে আমি শুটিং করেছিলাম। একটা নির্দিষ্ট সময়ে কাজে যেতাম, আবার বাড়ি ফিরে আসতাম ঠিক সময়ে। আউটডোরে যখন কাজ করেছিলাম ওদের দুজনকেই নিয়ে গেছিলাম। আমরা এরকমই পরিকল্পনা করি, যদি দুজনেই বেরিয়ে যাই, তাহলে সঙ্গে বাচ্চাদের নিয়ে যাই।
এদিকে মা হওয়ার পর আপনার চেহারাও ভারী হয়েছিল। বডি শেমিংয়ের শিকার হতে হয়েছিল কখনও, এমন প্রশ্নে শুভশ্রী বলেন, আমি শিকার হইনি কারণ, আমি এগুলোকে পাত্তা দিই না। আমি মানসিকভাবে এমন একটা জায়গায় বাস করি যে এগুলো আমাকে ছুঁতে পারে না। কিন্তু অনেক জায়গা থেকেই কথা শুনেছি। কেউ ট্রেল করেছে, মিডিয়ার বন্ধুরা সেটা নিয়েই হেডিং করেছে, এমনও হয়েছে। অথচ মুম্বইয়ে আমি ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর জন্য অ্যাওয়ার্ড পেয়েছি, কেউ একটা লাইনও লেখেনি আমাকে নিয়ে। এইটা আমার দুঃখ। কারণ, তাদের আমি এত বছর ধরে চিনি। তারা পরিবারের মতো। যাদের আমি চিনি না, তারা আমাকে কী বলল, সেটা ম্যাটার করে না। ডেফিনিটলি যাদের কাছে ম্যাটার করে, তাদের আমি বলব, এটা তোমার জীবন, তার প্রত্যেকটা ফেজ তুমি এনজয় করো। তুমি যদি মোটা হয়ে থাকো কোনও কারণে, সেটা নিয়ে আত্মবিশ্বাসী থাকো। এটা তোমার জার্নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।