বিনোদন ডেস্ক : সম্প্রতি এই বিতর্কে নাম জড়িয়েছে জনপ্রিয় টলিউড অভিনেত্রী সুদীপ্তার। একটি শুটিং সেটে কথোপকথনের মধ্যে দিয়ে ‘অটিস্টিক’ শব্দের উচ্চারণ করতেই সমাজমাধ্যমে শুরু হয় প্রবল বিতর্ক। অভিনেত্রী জানিয়েছেন, তাঁরা একটি মগজমারির খেলা খেলছিলেন, যেখানে একজনকে বিজয়ী ঘোষণা করতে গিয়েই কথাটি বলা হয়। কিন্তু এই ছোট্ট বাক্যই বিদ্যুত্গতির মতো ছড়িয়ে পড়ে এবং সমালোচনার ঝড় ওঠে। অনেকেই অভিযোগ করেন, অভিনেত্রী সংবেদনশীলতার অভাব দেখিয়েছেন এবং ‘অটিস্টিক’ শব্দটি নিয়ে কটাক্ষ করেছেন।
তবে অভিনেত্রীর দাবি, তিনি কোনওভাবেই কাউকে আঘাত করতে চাননি। বরং তিনি নিজেও জানেন, অটিজম আক্রান্ত ব্যক্তিদের এবং তাঁদের পরিবারের কতটা কষ্ট হয়। তাই এই বিষয় নিয়ে ব্যঙ্গ বা রসিকতা করার প্রশ্নই ওঠে না। তিনি স্পষ্ট করে বলেছেন, কথাটি অজান্তে এবং অনিচ্ছাকৃত ভাবে উচ্চারিত হয়েছে। এই বিতর্কের পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমে তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন। জানান, যদি তাঁর কথা কাউকে কষ্ট দিয়ে থাকে, তবে তিনি আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে আরও সংযত হয়ে কথা বলবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
এই ঘটনায় বিনোদন মহলে ফের প্রশ্ন উঠেছে— সমাজমাধ্যমে কি তারকাদের বিচার করা হচ্ছে অতিরিক্ত কড়া নজরে? এক মুহূর্তের ভুল উচ্চারণ বা নিছক কথার খেলাও এখন তাঁদের বিরুদ্ধে জনরোষের কারণ হয়ে দাঁড়াচ্ছে? নাকি তারকাদের আরও বেশি সচেতন হওয়া উচিত? সুদীপ্তার বিতর্কিত মন্তব্য ঘিরে এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে টলিউডে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।