বিনোদন ডেস্ক: এক সময়ের বলিউড সেনসেশন তনুশ্রী দত্ত বহু বছর ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন। যদিও মাঝে ‘মি টু’ আন্দোলনের সময় তিনি আবারও জনসমক্ষে আসেন এবং বেশ সরব হন। সম্প্রতি ফের একবার নিজের জীবনের কঠিন সময় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন তিনি, যেখানে বিস্তারিত জানান বর্তমান পরিস্থিতির কথা।
ভিডিওটিতে তনুশ্রীকে কাঁদতে দেখা যায়। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, তিনি জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। অভিনেত্রী বলেন, “আমি নিজের বাড়িতেই হেনস্তার শিকার হচ্ছি। দীর্ঘদিন ধরে এই সমস্যার মুখোমুখি হচ্ছি। ২০১৮ সাল থেকে এ ধরনের ঘটনা ঘটে চলেছে। আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমি শারীরিক ও মানসিকভাবে খুবই অসুস্থ। পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। তারা থানায় গিয়ে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে। এবার সেটাই করব। কেউ যদি দয়া করে আমাকে এই পরিস্থিতি থেকে বের হতে সাহায্য করেন, তাহলে কৃতজ্ঞ থাকব।”
২০১৮ সালে তনুশ্রী দত্ত বলিউড অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন এবং ‘মি টু’ আন্দোলনে সাহসিকতার সঙ্গে অংশ নেন। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে সেই মামলা খুব একটা অগ্রসর হয়নি। কিছু সময় বিদেশে কাটানোর পর বর্তমানে তিনি দেশে ফিরে এসেছেন। এবার আবারও ব্যক্তিগত জীবনের এক কঠিন অধ্যায় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।